ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g25 নং ১ পৃষ্ঠা ১৪-১৫
  • আশাবাদী হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আশাবাদী হোন
  • ২০২৫ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটা গুরুত্বপূর্ণ?
  • আপনি কী করতে পারেন?
  • ঈশ্বরের রাজ্য কী আর এটা আমাদের জন্য কী করবে?
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখতে শুরু করুন
  • উত্তম ভবিষ্যতের জন্য এক প্রকৃত আশা
    অন্যান্য বিষয়
  • ২০২৩ সাল কি নতুন আশার আলো দেখাবে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
    অন্যান্য বিষয়
আরও দেখুন
২০২৫ সজাগ হোন!
g25 নং ১ পৃষ্ঠা ১৪-১৫
একটা পরিবার পিকনিকে গিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করছে।

আকাশছোঁয়া জিনিসের দাম কীভাবে মোকাবিলা করবেন?

আশাবাদী হোন

আপনার এলাকায় কি জিনিসপত্রের দাম আকাশছোঁয়া আর সেই তুলনায় আপনার আয় কি খুব কম? আপনি কি আপনার ও আপনার পরিবারের ভরণ-পোষণ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? যদি তা-ই হয়, তা হলে আপনি হয়তো এই নিয়ে দুশ্চিন্তা করছেন, ‘ভবিষ্যতে আমার কী হবে।’ কিন্তু, এই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে হাল ছেড়ে দেবেন না বরং আশাবাদী হোন। আশাবাদী হওয়া আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে।

কেন এটা গুরুত্বপূর্ণ?

একজন আশাবাদী ব্যক্তি শুধুমাত্র এটা নিয়ে চিন্তা করে না যে, তার জীবনে সবসময় ভালো কিছু ঘটবে। এর পরিবর্তে, তার জীবনে যখন আশা থাকে, তখন সে তার পরিস্থিতিকে আরও ভালো করার জন্য কিছু পদক্ষেপ নেয়। সমীক্ষা দেখায় যে, একজন আশাবাদী ব্যক্তি . . .

  • কঠিন পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে

  • যেকোনো পরিস্থিতিতে নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারে

  • ভালো সিদ্ধান্ত নিতে পারে, যেটা তাকে সুস্থ থাকতে এবং আরও ভালোভাবে জীবনযাপন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে

আপনি কী করতে পারেন?

প্রথমত: চিন্তা করুন, কীভাবে ঈশ্বরের বাক্য আপনাকে সাহায্য করতে পারে। ঈশ্বরের বাক্য বাইবেলে এমন অনেক ব্যাবহারিক পরামর্শ রয়েছে, যেগুলো আপনাকে মূল্যবৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। আমরা যদি এই পরামর্শ কাজে লাগাই, তা হলে আমরা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারব এবং ভবিষ্যতে কোনো সমস্যা এলেও সেটার সঙ্গে মোকাবিলা করতে পারব।

“তোমার ভাল-মন্দ বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে, আর বিচারবুদ্ধি তোমাকে পাহারা দেবে।”—হিতোপদেশ ২:১১, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।


দ্বিতীয়ত: জানুন, ঈশ্বরের বাক্য বাইবেল ভবিষ্যৎ সম্বন্ধে কী বলে। বাইবেল ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু জানায় আর যখন আপনি বুঝতে পারবেন যে, বাইবেলে দেওয়া প্রজ্ঞা কতটা মূল্যবান, তখন আপনি সেই সম্বন্ধে আরও জানতে চাইবেন। ঈশ্বর শুধুমাত্র “ভবিষ্যতের আশা” সম্বন্ধেই নয়, কিন্তু সেইসঙ্গে সেই আশা যে অবশ্যই পরিপূর্ণ হবে, তা-ও জানান। (যিরমিয় ২৯:১১, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) আসলে ঈশ্বর তাঁর রাজ্যের মাধ্যমেই তা পরিপূর্ণ করবেন।

ঈশ্বরের রাজ্য কী আর এটা আমাদের জন্য কী করবে?

ঈশ্বরের রাজ্য হল এমন একটা সরকার, যেটা স্বর্গ থেকে পৃথিবীর উপর শাসন করবে। (দানিয়েল ২:৪৪; মথি ৬:১০) এটা পৃথিবী থেকে সমস্ত ধরনের দুঃখকষ্ট ও দরিদ্রতা দূর করবে। পরিবর্তে, পুরো পৃথিবীতে শান্তি থাকবে এবং প্রত্যেক মানুষের আনন্দে থাকার জন্য যা-কিছু প্রয়োজন, সেই সমস্ত কিছুই সেখানে থাকবে। সেখানে আমরা কোন কোন আশীর্বাদ পাব, তা পরবর্তী শাস্ত্রপদগুলোতে তুলে ধরা হয়েছে।

“তুমি সুখী ও সমৃদ্ধিশালী হবে।”—গীতসংহিতা ১২৮:২, NW.

“তারা [রাজ্যের প্রজারা] বৃথা পরিশ্রম করবে না।”—যিশাইয় ৬৫:২৩, NW.

“পৃথিবীতে প্রচুর পরিমাণে শস্য হবে।”—গীতসংহিতা ৭২:১৬, NW.

লক্ষ লক্ষ ব্যক্তি বিশ্বাস করে যে, এই প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ হবেই। কারণ তারা জানে, ঈশ্বর “মিথ্যা বলতে পারেন না।” (তীত ১:২) তাই আপনিও বাইবেল থেকে এই বিষয়গুলো পরীক্ষা করে দেখতে পারেন। বাইবেলে দেওয়া আশা এখনই আপনাকে আর্থিক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে আর সেইসঙ্গে এই বিষয়েও নিশ্চয়তা দেবে যে, খুব শীঘ্রই একটা ভালো পরিস্থিতি আসবে।

রামাস।

“বাইবেল থেকে আমি যে-আশা সম্বন্ধে জানতে পেরেছি, সেটা আমাকে বুঝতে সাহায্য করেছে, বর্তমানে পৃথিবীতে থাকা সমস্যাগুলো বেশি দিন থাকবে না। বিশেষ করে, আমি যখন আর্থিক সমস্যার মুখোমুখি হই, তখন এই আশা আমাকে সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে শক্তি জোগায়।”—রামাস, জর্জিয়া।

আরও জানুন

ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেল যা বলে, সেটা কি আপনি সত্যিই বিশ্বাস করতে পারেন? jw.org ওয়েবসাইটে গিয়ে এই ভিডিও দুটো দেখুন: কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? এবং ঈশ্বরের রাজ্য কী?

একজন মহিলা তার বইয়ের তাক থেকে বাইবেল বের করছেন।
    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার