আকাশছোঁয়া জিনিসের দাম কীভাবে মোকাবিলা করবেন?
আশাবাদী হোন
আপনার এলাকায় কি জিনিসপত্রের দাম আকাশছোঁয়া আর সেই তুলনায় আপনার আয় কি খুব কম? আপনি কি আপনার ও আপনার পরিবারের ভরণ-পোষণ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? যদি তা-ই হয়, তা হলে আপনি হয়তো এই নিয়ে দুশ্চিন্তা করছেন, ‘ভবিষ্যতে আমার কী হবে।’ কিন্তু, এই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে হাল ছেড়ে দেবেন না বরং আশাবাদী হোন। আশাবাদী হওয়া আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে।
কেন এটা গুরুত্বপূর্ণ?
একজন আশাবাদী ব্যক্তি শুধুমাত্র এটা নিয়ে চিন্তা করে না যে, তার জীবনে সবসময় ভালো কিছু ঘটবে। এর পরিবর্তে, তার জীবনে যখন আশা থাকে, তখন সে তার পরিস্থিতিকে আরও ভালো করার জন্য কিছু পদক্ষেপ নেয়। সমীক্ষা দেখায় যে, একজন আশাবাদী ব্যক্তি . . .
কঠিন পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে
যেকোনো পরিস্থিতিতে নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারে
ভালো সিদ্ধান্ত নিতে পারে, যেটা তাকে সুস্থ থাকতে এবং আরও ভালোভাবে জীবনযাপন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে
আপনি কী করতে পারেন?
প্রথমত: চিন্তা করুন, কীভাবে ঈশ্বরের বাক্য আপনাকে সাহায্য করতে পারে। ঈশ্বরের বাক্য বাইবেলে এমন অনেক ব্যাবহারিক পরামর্শ রয়েছে, যেগুলো আপনাকে মূল্যবৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। আমরা যদি এই পরামর্শ কাজে লাগাই, তা হলে আমরা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারব এবং ভবিষ্যতে কোনো সমস্যা এলেও সেটার সঙ্গে মোকাবিলা করতে পারব।
দ্বিতীয়ত: জানুন, ঈশ্বরের বাক্য বাইবেল ভবিষ্যৎ সম্বন্ধে কী বলে। বাইবেল ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু জানায় আর যখন আপনি বুঝতে পারবেন যে, বাইবেলে দেওয়া প্রজ্ঞা কতটা মূল্যবান, তখন আপনি সেই সম্বন্ধে আরও জানতে চাইবেন। ঈশ্বর শুধুমাত্র “ভবিষ্যতের আশা” সম্বন্ধেই নয়, কিন্তু সেইসঙ্গে সেই আশা যে অবশ্যই পরিপূর্ণ হবে, তা-ও জানান। (যিরমিয় ২৯:১১, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) আসলে ঈশ্বর তাঁর রাজ্যের মাধ্যমেই তা পরিপূর্ণ করবেন।
ঈশ্বরের রাজ্য কী আর এটা আমাদের জন্য কী করবে?
ঈশ্বরের রাজ্য হল এমন একটা সরকার, যেটা স্বর্গ থেকে পৃথিবীর উপর শাসন করবে। (দানিয়েল ২:৪৪; মথি ৬:১০) এটা পৃথিবী থেকে সমস্ত ধরনের দুঃখকষ্ট ও দরিদ্রতা দূর করবে। পরিবর্তে, পুরো পৃথিবীতে শান্তি থাকবে এবং প্রত্যেক মানুষের আনন্দে থাকার জন্য যা-কিছু প্রয়োজন, সেই সমস্ত কিছুই সেখানে থাকবে। সেখানে আমরা কোন কোন আশীর্বাদ পাব, তা পরবর্তী শাস্ত্রপদগুলোতে তুলে ধরা হয়েছে।
লক্ষ লক্ষ ব্যক্তি বিশ্বাস করে যে, এই প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ হবেই। কারণ তারা জানে, ঈশ্বর “মিথ্যা বলতে পারেন না।” (তীত ১:২) তাই আপনিও বাইবেল থেকে এই বিষয়গুলো পরীক্ষা করে দেখতে পারেন। বাইবেলে দেওয়া আশা এখনই আপনাকে আর্থিক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে আর সেইসঙ্গে এই বিষয়েও নিশ্চয়তা দেবে যে, খুব শীঘ্রই একটা ভালো পরিস্থিতি আসবে।