আরও জানুন
jw.org ওয়েবসাইটে “চাকরি ও টাকাপয়সা” সার্চ করুন। এই বিভাগে আপনি একাধিক প্রবন্ধ খুঁজে পাবেন, যেগুলো অনেক গবেষণা করে লেখা হয়েছে। এই প্রবন্ধগুলো পড়ে অনেক ব্যক্তি উপকার পেয়েছে আর বর্তমানে তারা যে-সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলোর মোকাবিলা করতে পেরেছে। এখানে কয়েকটা প্রবন্ধের বিষয়ে উল্লেখ করা হয়েছে:
“টাকাপয়সার প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি”
“টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?”
“নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা—যেভাবে তা করা যেতে পারে”
“অশান্ত এবং কষ্টে ভরা এই জগতে আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন”