খণ্ড ১
সৃষ্টি থেকে জলপ্লাবন পর্যন্ত
আকাশমণ্ডল ও পৃথিবী কোথা থেকে এসেছে? সূর্য, চাঁদ, তারা ও সেইসঙ্গে পৃথিবীর অন্যান্য অনেক বস্তু কোথা থেকে এসেছে? বাইবেল সঠিক উত্তরটা জানায়, যখন এটি বলে যে, ঈশ্বর সেগুলোকে সৃষ্টি করেছেন। তাই, আমাদের বইয়ের শুরুতেই বাইবেলের সৃষ্টি সম্বন্ধীয় গল্পগুলো রয়েছে।
আমরা জানতে পারি যে, ঈশ্বরের প্রথম সৃষ্টি হল অনেকটা তাঁরই মতো আত্মিক ব্যক্তিরা। তারা ছিল স্বর্গদূত। কিন্তু, পৃথিবীটা আমাদের মতো মানুষদের জন্য সৃষ্টি করা হয়েছিল। তাই, ঈশ্বর আদম নামে একজন পুরুষ ও হবা নামে একজন নারীকে সৃষ্টিকে করেছিলেন এবং তাদেরকে অপূর্ব এক বাগানে রেখেছিলেন। কিন্তু, তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল ও বেঁচে থাকার অধিকার হারিয়েছিল।
আদমের সৃষ্টি থেকে মহাপ্লাবন পর্যন্ত সর্বমোট এক হাজার ছয়- শো ছাপ্পান্ন বছর। এই সময়ের মধ্যে, অনেক মন্দ ব্যক্তি বেঁচে ছিল। স্বর্গে, অদৃশ্য আত্মিক ব্যক্তিরা অর্থাৎ শয়তান ও তার মন্দদূতেরা ছিল। আর পৃথিবীতে, কয়িন ও অন্যান্য অনেক মন্দ ব্যক্তি ছিল এবং তাদের মধ্যে কিছু পুরুষ অস্বাভাবিক শক্তিশালী ছিল। তবে, পৃথিবীতে কিছু ভালো লোকও ছিল, যেমন হেবল, হনোক এবং নোহ। প্রথম খণ্ডে আমরা এইসমস্ত ব্যক্তি ও তাদের ঘটনা সম্বন্ধে পড়ব।