ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ২৫
  • পরিবারটা মিশরে চলে যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিবারটা মিশরে চলে যায়
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা কখনো যোষেফকে ভুলে যাননি
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • “আমি কি ঈশ্বরের প্রতিনিধি?”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যোষেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে
    আমার বাইবেলের গল্পের বই
  • তুমি কি কখনো হিংসা করেছ? যোষেফের ভাইয়েরা তার প্রতি করেছিল
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ২৫

গল্প ২৫

পরিবারটা মিশরে চলে যায়

যোষেফ আর তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তিনি তার সমস্ত দাসকে সেই কামরা থেকে বের হয়ে যেতে বলেন। আর যখন সেখানে শুধু তিনি ও তার ভাইয়েরা থাকে, তখন যোষেফ কাঁদতে শুরু করেন। আমরা নিশ্চয়ই কল্পনা করতে পারি যে, তার ভাইয়েরা কত অবাক হয়েছিল কারণ তারা জানত না, কেন তিনি কাঁদছেন। অবশেষে তিনি বলেন: ‘আমি যোষেফ। আমার বাবা কি এখনও বেঁচে আছেন?’

তার ভাইয়েরা এতই অবাক হয়ে গিয়েছে যে, তারা কোনো কথাই বলতে পারে না। তারা ভয় পেয়ে যায়। কিন্তু, যোষেফ বলেন: ‘দয়া করে আমার কাছে এসো।’ তারা যখন কাছে আসে, তখন তিনি বলেন: ‘আমি তোমাদের ভাই যোষেফ, যাকে তোমরা মিশরে বিক্রি করে দিয়েছিলে।’

যোষেফ সদয়ভাবে আরও বলেন: ‘আমাকে এখানে বিক্রি করে দিয়েছ বলে নিজেদের দোষী মনে কোরো না। কারণ ঈশ্বরই লোকেদের জীবন রক্ষা করার জন্য আমাকে মিশরে পাঠিয়েছিলেন। ফরৌণ আমাকে পুরো দেশের ওপর শাসক হিসেবে নিযুক্ত করেছেন। তাই, এখন তাড়াতাড়ি আমার বাবার কাছে যাও এবং তাকে সব খুলে বলো। আর তাকে এখানে এসে থাকতে বলো।’

এরপর যোষেফ তার ভাইদের দিকে হাত বাড়িয়ে দেন, তাদের জড়িয়ে ধরেন ও সকলকে চুম্বন করেন। ফরৌণ যখন শুনতে পান যে, যোষেফের ভাইয়েরা এসেছে, তখন তিনি যোষেফকে বলেন: ‘তাদেরকে শকট নিয়ে গিয়ে তাদের বাবা ও পরিবারপরিজনকে এখানে নিয়ে আসতে বলো। আমি মিশরের সবচেয়ে উত্তম ভূমি তাদেরকে দেব।’

তারা সেটাই করেছিল। এখানে তুমি যোষেফকে সেই সময়ে তার বাবার সঙ্গে মিলিত হতে দেখতে পাচ্ছ, যখন তার বাবা নিজের পুরো পরিবার নিয়ে মিশরে চলে এসেছেন।

যাকোবের পরিবার অনেক বড়ো হয়ে গিয়েছে। তারা যখন মিশরে চলে আসে, তখন যাকোব এবং তার সন্তানেরা ও নাতিনাতনি মিলে মোট সত্তর জন সদস্য ছিল। কিন্তু, সেইসঙ্গে তাদের স্ত্রীরা ও খুব সম্ভবত অনেক দাস-দাসীও ছিল। তারা সকলে মিশরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। তাদেরকে ইস্রায়েলীয় বলা হতো কারণ ঈশ্বর যাকোবের নাম পরিবর্তন করে ইস্রায়েল রেখেছেন। এই ইস্রায়েলীয়রা ঈশ্বরের বিশেষ লোক হয়ে ওঠে, যেমনটা আমরা পরে দেখব।

আদিপুস্তক ৪৫:১-২৮; ৪৬:১-২৭.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার