ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৪৭
  • ইস্রায়েলে এক চোর

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ইস্রায়েলে এক চোর
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোশূয়ের পুস্তকের প্রধান বিষয়গুলো
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোশূয় যা মনে রেখেছিলেন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৪৭

গল্প ৪৭

ইস্রায়েলে এক চোর

দেখো, এই লোকটি তাঁবুর নীচে কী পুঁতে রাখছে! একটা সুন্দর আংরাখা, এক খণ্ড সোনা এবং কিছু রুপোর টুকরো। তিনি সেগুলো যিরীহো নগর থেকে নিয়ে এসেছেন। কিন্তু, যিরীহোর জিনিসগুলো নিয়ে কী করা উচিত ছিল? তোমার কি মনে আছে?

সেগুলো নষ্ট করে ফেলার কথা আর সোনা ও রুপো নিয়ে যিহোবার আবাসের ভাণ্ডারে দিয়ে দেওয়ার কথা। তার মানে, এই লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছে। তারা যে-জিনিস ঈশ্বরের, তা চুরি করেছে। এই লোকের নাম হচ্ছে আখন আর তার সঙ্গে যে-লোকেরা রয়েছে, তারা তার পরিবারের সদস্য। এসো দেখি কী হয়।

আখন এই জিনিসগুলো চুরি করার পর, যিহোশূয় কিছু লোককে অয় নগরের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান। কিন্তু, তারা যুদ্ধে পরাজিত হয়। কেউ কেউ মারা যায় আর বাকি সবাই পালিয়ে আসে। যিহোশূয় ভীষণ দুঃখিত হন। তিনি ভূমিতে উবুড় হয়ে যিহোবার কাছে প্রার্থনা করেন: ‘কেন তুমি আমাদের প্রতি এমনটা ঘটতে দিলে?’

যিহোবা উত্তর দেন: ‘ওঠো! ইস্রায়েল পাপ করেছে। তারা এমন কিছু জিনিস নিয়ে গিয়েছে, যেগুলো নষ্ট করে ফেলার কিংবা যিহোবার আবাসে দিয়ে দেওয়ার কথা। তারা একটা সুন্দর আংরাখা নিয়ে লুকিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত না তুমি সেই জিনিস এবং যে-ব্যক্তি এটা নিয়েছে, তাকে ধ্বংস করে ফেলছ, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আশীর্বাদ করব না।’ যিহোবা বলেন যে, কে ওই মন্দ ব্যক্তি, তা তিনি যিহোশূয়কে দেখিয়ে দেবেন।

তাই, যিহোশূয় সমস্ত লোককে একত্র করেন আর যিহোবা আখনকে ধরিয়ে দেন। আখন বলেন: ‘আমি পাপ করেছি। আমি সুন্দর একটা আংরাখা এবং এক খণ্ড সোনা ও কিছু রুপোর টুকরো দেখেছিলাম। আমি সেগুলোর লোভ সামলাতে পারিনি আর তাই সেগুলো নিয়ে নিই। আপনি দেখবেন যে, আমি সেগুলো আমার তাঁবুর নীচে পুঁতে রেখেছি।’

সেগুলো খুঁজে পাওয়ার পর, যখন যিহোশূয়ের কাছে আনা হয়, তখন তিনি আখনকে বলেন: ‘কেন তুমি আমাদের ওপর বিপদ ডেকে নিয়ে আসলে? এখন যিহোবা তোমার ওপর বিপদ নিয়ে আসবেন!’ এরপর সমস্ত লোক আখন এবং তার পরিবারকে পাথর ছুড়ে মেরে ফেলে। এটা কি দেখায় না, যে-জিনিস আমাদের নয়, তা কখনোই আমাদের নেওয়া উচিত নয়?

এরপর, ইস্রায়েল আবার অয় নগরের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। এ-বার যিহোবা তাঁর লোকেদের সাহায্য করেন আর তারা যুদ্ধে জয়ী হয়।

যিহোশূয়ের পুস্তক ৭:১-২৬; ৮:১-২৯.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার