ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৯১
  • যিশু পর্বতের ওপরে শিক্ষা দেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু পর্বতের ওপরে শিক্ষা দেন
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তাঁর প্রেরিতদের মনোনয়ন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • যিশু ১২ জন প্রেরিতকে বাছাই করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৯১

গল্প ৯১

যিশু পর্বতের ওপরে শিক্ষা দেন

দেখো, যিশু এখানে বসে আছেন। তিনি গালীলের এক পর্বতের ওপরে এই লোকেদের শিক্ষা দিচ্ছেন। তাঁর একেবারে কাছে যারা বসে আছে, তারা হল তাঁর শিষ্য। তিনি তাদের মধ্যে বারো জনকে প্রেরিত হওয়ার জন্য বেছে নিয়েছেন। প্রেরিতরা হল যিশুর বিশেষ শিষ্য। তুমি কি তাদের নাম জান?

এখানে শিমোন পিতর ও তার ভাই আন্দ্রিয় রয়েছে। এরপর এখানে যাকোব ও যোহন রয়েছে, যারা আপন ভাই। যাকোব নামে আরেকজন প্রেরিত রয়েছে এবং আরেকজন প্রেরিতকেও শিমোন নামে ডাকা হতো। দু-জন প্রেরিতের নাম যিহূদা। একজন হলেন ঈষ্করিয়োতীয় যিহূদা এবং আরেকজন যিহূদাকে থদ্দেয় নামেও ডাকা হতো। তারপর রয়েছে ফিলিপ, নথনেল (বর্থলময় নামেও ডাকা হতো) এবং মথি ও থোমা।

শমরিয়া থেকে ফিরে আসার পর যিশু প্রথম বারের মতো প্রচার কাজ শুরু করেছিলেন: ‘স্বর্গরাজ্য সন্নিকট হল।’ তুমি কি জান, রাজ্য কী? এটা হল ঈশ্বরের এক প্রকৃত সরকার। যিশু হলেন এর রাজা। তিনি স্বর্গ থেকে শাসন করবেন এবং পৃথিবীতে শান্তি নিয়ে আসবেন। ঈশ্বরের রাজ্যের মাধ্যমে পুরো পৃথিবীকে এক অপূর্ব পরমদেশে পরিণত করা হবে।

যিশু লোকেদেরকে সেই রাজ্য সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। ‘তোমাদের এভাবে প্রার্থনা করা উচিত,’ তিনি বলছেন। ‘হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম সম্মানিত হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা স্বর্গের মতো পৃথিবীতেও পরিপূর্ণ হোক।’ অনেক লোক এই প্রার্থনাকে ‘প্রভুর প্রার্থনা’ বলে থাকে। অন্যেরা বলে, ‘হে আমাদের পিতা।’ তুমি কি পুরো প্রার্থনাটা বলতে পার?

এ ছাড়া, যিশু শিক্ষা দিচ্ছেন যে, কীভাবে লোকেদের একে অন্যের সঙ্গে আচরণ করা উচিত। ‘লোকেদের প্রতি সেইরকম কাজ করো, যেমনটা তারাও তোমাদের প্রতি করবে বলে তোমরা আশা করে থাকো,’ তিনি বলেন। অন্যেরা যখন তোমার প্রতি সদয় আচরণ করে, তখন তোমারও কি তা ভালো লাগে না? তাই, যিশু বলছেন যে, অন্যদের সঙ্গে আমাদের সদয়ভাবে আচরণ করা উচিত। পরমদেশ পৃথিবীতে সকলে যখন তা করবে, তখন সেটা কি এক চমৎকার বিষয় হবে না?

মথি ৫ থেকে ৭ অধ্যায়; ১০:১-৪.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার