ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৯৭
  • যিশু রাজার মতো আসেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু রাজার মতো আসেন
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু অসুস্থদের সুস্থ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • একটা গর্দভ কথা বলে ওঠে
    আমার বাইবেলের গল্পের বই
  • জৈতুন পর্বতের ওপরে
    আমার বাইবেলের গল্পের বই
  • খ্রীষ্টের বিজয়সূচকরূপে যিরূশালেমে প্রবেশ
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৯৭

গল্প ৯৭

যিশু রাজার মতো আসেন

সেই দু-জন ভিখারিকে সুস্থ করার অল্পসময় পরেই, যিশু যিরূশালেমের কাছাকাছি একটা গ্রামে আসেন। তিনি তাঁর দু-জন শিষ্যকে বলেন: ‘তোমরা গ্রামের ভিতরে যাও আর সেখানে তোমরা একটা ছোটো গাধা দেখতে পাবে। সেটার বাঁধন খুলে আমার কাছে নিয়ে এসো।’

যিশুর কাছে যখন সেই গাধাটাকে নিয়ে আসা হয়, তখন তিনি সেটার পিঠের ওপরে বসেন। তারপর, তিনি সেটার পিঠে চড়ে কাছেই যিরূশালেমের দিকে যাত্রা করেন। তিনি যখন নগরের কাছাকাছি আসেন, তখন এক বিরাট জনতা তাঁর সঙ্গে দেখা করার জন্য বের হয়ে আসে। তাদের মধ্যে বেশিরভাগ লোক নিজেদের ওপরের জামা খুলে পথের ওপর বিছিয়ে দেয়। অন্যেরা খেজুর গাছ থেকে ডাল কেটে নেয়। তারা সেগুলোও পথের ওপর বিছিয়ে দেয় এবং চিৎকার করে বলে: ‘যিহোবার নামে যে-রাজা আসছেন, ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন!’

অনেক অনেক বছর আগে ইস্রায়েলের নতুন রাজারা লোকেদের দেখা দেওয়ার জন্য ছোটো গাধার পিঠে চড়ে যিরূশালেমে আসত। যিশু সেটাই করছেন। আর এই লোকেরা দেখাচ্ছে যে, তারা যিশুকে তাদের রাজা হিসেবে চায়। কিন্তু, সমস্ত লোকই তাঁকে চায় না। যিশু যখন মন্দিরে যান, তখন যা ঘটে, সেখান থেকে আমরা তা বুঝতে পারি।

মন্দিরে যিশু অন্ধ ও খোঁড়া লোকেদের সুস্থ করেন। তা দেখে ছোটো ছেলে-মেয়েরা জোরে জোরে যিশুর প্রশংসা করতে থাকে। কিন্তু, এতে যাজকরা রেগে যায় এবং যিশুকে বলে: ‘এই ছেলে-মেয়েরা কী বলছে, তা কি তুমি শুনতে পাচ্ছ না?’

‘হ্যাঁ, শুনতে পাচ্ছি,’ যিশু উত্তর দেন। ‘তোমরা কি কখনো বাইবেলের সেই অংশটা পাঠ করোনি, যেখানে বলা আছে: “ঈশ্বর ছোট্ট ছেলে-মেয়েদের মুখ থেকে প্রশংসার বাক্য বের করে আনবেন?”’ তাই, ছেলে-মেয়েরা ঈশ্বরের মনোনীত রাজার প্রশংসা করতে থাকে।

আমরা সেই ছেলে-মেয়েদের মতো হতে চাই, তাই-না? কিছু লোক হয়তো আমাদেরকে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলা থেকে বিরত করার চেষ্টা করতে পারে। কিন্তু, আমরা সবসময় অন্যদের কাছে লোকেদের জন্য যিশু যে-চমৎকার কাজগুলো করবেন, সেই বিষয়ে বলে চলব।

যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তাঁর রাজা হিসেবে শাসন করার সময় উপস্থিত হয়নি। এই সময় কখন আসবে? যিশুর শিষ্যরা তা জানতে চায়। এরপর, আমরা এই বিষয়েই পড়ব।

মথি ২১:১-১৭; যোহন ১২:১২-১৬.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার