ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ১১৫
  • পৃথিবীতে এক নতুন পরমদেশ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পৃথিবীতে এক নতুন পরমদেশ
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • “পরমদেশে দেখা হবে!”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?
    ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
  • পরমদেশ
    ২০১৩ সচেতন থাক!
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ১১৫

গল্প ১১৫

পৃথিবীতে এক নতুন পরমদেশ

ওই লম্বা লম্বা গাছ, অপূর্ব সুন্দর ফুল আর উঁচু উঁচু পাহাড়পর্বত দেখো। এই জায়গাটা বেশ সুন্দর, তাই-না? দেখো, এই হরিণটা কী সুন্দর করে ছোটো ছেলেটার হাত থেকে খাবার খাচ্ছে। আর ওই যে দেখো, ঘাসের ওপর সিংহগুলো কেমন বসে আছে এবং ঘোড়াগুলো ওখানে মাঠের ওপর দাঁড়িয়ে আছে। তুমি কি এইরকম এক জায়গায় কোনো একটা বাড়িতে থাকতে চাও না?

ঈশ্বর চান, তুমি এক পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে। তিনি আরও চান, তোমার এমন কোনো কষ্ট ও ব্যথা থাকবে না, যা এখন লোকেরা ভোগ করে থাকে। যারা নতুন পরমদেশে বেঁচে থাকবে, তাদের কাছে বাইবেল এই প্রতিজ্ঞা করে: ‘ঈশ্বর তাদের সঙ্গে থাকবেন। আর কোনো মৃত্যু বা কান্না বা ব্যথা থাকবে না। পুরোনো বিষয়গুলো দূর হয়ে গিয়েছে।’

যিশু লক্ষ রাখবেন, যেন এই চমৎকার পরিবর্তন হয়। তুমি কি জান, তা কখন হবে? হ্যাঁ, তিনি পৃথিবী থেকে সমস্ত মন্দতা ও মন্দ লোকেদের দূর করে ফেলার পর। মনে করে দেখো, যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি সমস্ত ধরনের অসুস্থতা থেকে লোকেদের সুস্থ করেছিলেন আর তিনি এমনকী লোকেদের মৃত্যু থেকে বাঁচিয়ে তুলেছিলেন। যিশু তা করেছিলেন, যেন তিনি এই বিষয়টা দেখাতে পারেন যে, তিনি যখন ঈশ্বরের রাজ্যের রাজা হবেন, তখন তিনি পুরো পৃথিবীতে কী কী করবেন।

একটু চিন্তা করে দেখো তো, পৃথিবীতে নতুন পরমদেশ কতই-না চমৎকার হবে! যিশু তাঁর বেছে নেওয়া কিছু ব্যক্তিকে নিয়ে স্বর্গে শাসন করবেন। এই শাসকরা পৃথিবীর সকলের দেখাশোনা করবে এবং তাদের সুখের বিষয়টা লক্ষ রাখবে। চলো আমরা দেখি যে, ঈশ্বর যাতে তাঁর নতুন পরমদেশে আমাদের অনন্তজীবন দেন, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমাদের কী করতে হবে।

প্রকাশিত বাক্য ২১:৩, ৪; ৫:৯, ১০; ১৪:১-৩.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার