ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ১১৬
  • আমরা যেভাবে চিরকাল বেঁচে থাকতে পারি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমরা যেভাবে চিরকাল বেঁচে থাকতে পারি
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমরা চিরকাল বেঁচে থাকতে পারি!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • বাইবেল যা ভবিষ্যদ্‌বাণী করে, তা সত্য হয়
    আমার বাইবেলের গল্পের বই
  • আপনার কি করা উচিৎ?
    পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ১১৬

গল্প ১১৬

আমরা যেভাবে চিরকাল বেঁচে থাকতে পারি

তুমি কি বলতে পারবে, এই ছোটো মেয়েটি ও তার বন্ধুরা কী পড়ছে? হ্যাঁ, এটি হচ্ছে সেই বই, যেটি তুমিও পড়ছ—আমার বাইবেলের গল্পের বই। আর তারা ঠিক সেই গল্পটাই পড়ছে, যেটা তুমিও পড়ছ—“আমরা যেভাবে চিরকাল বেঁচে থাকতে পারি।”

তুমি কি জান, তারা কী শিখছে? প্রথমে, আমাদের যিহোবা ও তাঁর পুত্র যিশু সম্বন্ধে জানতে হবে, যদি আমরা চিরকাল বেঁচে থাকতে চাই। বাইবেল জানায়: ‘এটাই চিরকাল বেঁচে থাকার পথ। তোমরা একমাত্র সত্য ঈশ্বর সম্বন্ধে এবং তিনি যে-পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই যিশু খ্রিস্ট সম্বন্ধে শেখো।’

কীভাবে আমরা যিহোবা ঈশ্বর ও তাঁর পুত্র যিশু সম্বন্ধে শিখতে পারি? একটা উপায় হচ্ছে, আমার বাইবেলের গল্পের বই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে। এই বইটি যিহোবা ও যিশু সম্বন্ধে অনেক কিছু জানায়, তাই-না? আর তাঁরা যা যা করেছেন এবং ভবিষ্যতে আরও যা করবেন, সেই সম্বন্ধেও এই বইটি জানায়। কিন্তু, আমাদের শুধু এই বইটি পড়ার চেয়ে আরও বেশি কিছু করতে হবে।

তুমি কি মেঝেতে আরেকটি বই দেখতে পাচ্ছ? এটি হল বাইবেল। বাইবেলের যে-অংশের ওপর ভিত্তি করে এই বইয়ের গল্পগুলো নেওয়া হয়েছে, সেই অংশ কাউকে তোমার কাছে পড়ে শোনাতে বলো। বাইবেল আমাদেরকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে থাকে, যাতে আমরা সবাই সঠিক উপায়ে যিহোবার সেবা করতে এবং অনন্তজীবন পেতে পারি। তাই, আমাদের নিয়মিতভাবে বাইবেল পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।

যিহোবা ঈশ্বর ও যিশু খ্রিস্ট সম্বন্ধে শুধুমাত্র জানাই যথেষ্ট নয়। আমাদের হয়তো তাঁদের সম্বন্ধে ও তাঁদের শিক্ষা সম্বন্ধে অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু তারপরও আমরা হয়তো অনন্তজীবন না-ও পেতে পারি। তুমি কি জান, আরও কী প্রয়োজন?

আমরা যে-বিষয়গুলো শিখি, সেই অনুযায়ী আমাদের জীবনযাপনও করতে হবে। তোমার কি ঈষ্করিয়োতীয় যিহূদার কথা মনে আছে? তিনি হলেন সেই বারো জন ব্যক্তির মধ্যে একজন, যাদেরকে যিশু তাঁর প্রেরিত হওয়ার জন্য বেছে নিয়েছিলেন। যিহোবা ও যিশু সম্বন্ধে যিহূদার অনেক জ্ঞান ছিল। কিন্তু, তার কী হয়েছিল? অল্পসময় পরে তিনি স্বার্থপর হয়ে উঠেছিলেন আর তিনি ত্রিশটা রুপোর মুদ্রার জন্য যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁকে তাঁর শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন। তাই, যিহূদা অনন্তজীবন পাবে না।

তোমার কি গেহসির কথা মনে আছে, যার সম্বন্ধে আমরা উনসত্তর নম্বর গল্পে জেনেছিলাম? তিনি এমন কিছু পোশাক-আশাক ও টাকাপয়সা পেতে চেয়েছিলেন, যেগুলো তার নিজের ছিল না। তাই, তিনি সেগুলো পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছিলেন। কিন্তু, যিহোবা তাকে শাস্তি দিয়েছিলেন। আর যদি আমরা তাঁর আইনগুলোর বাধ্য না হই, তাহলে তিনি আমাদেরও শাস্তি দেবেন।

কিন্তু, এমন ভালো লোকেরাও রয়েছে, যারা সবসময় বিশ্বস্তভাবে যিহোবার সেবা করেছে। আমরা তাদের মতো হতে চাই, তাই-না? ছোটো শমূয়েল অনুসরণ করার মতো এক চমৎকার উদাহরণ। মনে করে দেখো, আমরা যেমন পঞ্চান্ন নম্বর গল্পে দেখেছিলাম, সে যখন যিহোবার আবাসে সেবা করতে শুরু করেছিল, তখন তার বয়স মাত্র চার কি পাঁচ বছর। তাই, তোমার বয়স যা-ই হোক কেন, তুমি এত ছোটো নও যে, যিহোবার সেবা করতে পারবে না।

অবশ্য, আমরা সবাই যাঁকে অনুসরণ করতে চাই, তিনি হলেন যিশু খ্রিস্ট। তিনি যখন এমনকী ছোটো ছিলেন, যেমনটা সাতাশি নম্বর গল্পে দেখানো হয়েছে, তখনই তিনি মন্দিরে অন্যদের সঙ্গে তাঁর স্বর্গীয় পিতা সম্বন্ধে কথা বলেছিলেন। এসো, আমরা তাঁর উদাহরণ অনুসরণ করি। চলো, আমরা যত বেশি সম্ভব লোককে আমাদের চমৎকার ঈশ্বর যিহোবা ও তাঁর পুত্র যিশু খ্রিস্ট সম্বন্ধে জানাই। আমরা যদি এই বিষয়গুলো করি, তাহলে আমরা পৃথিবীতে ঈশ্বরের নতুন পরমদেশে চিরকাল বেঁচে থাকতে পারব।

যোহন ১৭:৩; গীতসংহিতা ১৪৫:১-২১.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার