ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ৫
  • যীশুর জন্ম—কোথায় এবং কখন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যীশুর জন্ম—কোথায় এবং কখন?
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্বর্গদূতেরা যিশুর জন্মের বিষয়ে ঘোষণা করে
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিশু একটা আস্তাবলে জন্মগ্রহণ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • তিনি “হৃদয় মধ্যে আন্দোলন” করেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি “হৃদয় মধ্যে আন্দোলন” করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
আরও দেখুন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ৫

অধ্যায় ৫

যীশুর জন্ম—কোথায় এবং কখন?

রোমীয় সম্রাট, কৈসর আগস্ত, এই আদেশ জারি করেন যে প্রত্যেককে তার নিজের নগরে গিয়ে নাম লেখাতে হবে। তাই যোষেফ তার জন্মস্থান, বৈৎলেহম নগরে যাত্রা করলেন।

বৈৎলেহমে তখন অনেক লোক নাম লেখাতে এসেছে, আর একমাত্র থাকার জায়গা যা যোষেফ ও মরিয়ম পান তা হল একটি অস্তাবল। এখানে, যেখানে গাধা ও অন্যান্য পশু থাকে, যীশু জন্ম নেন। মরিয়ম তাকে কাপড়ের টুকরো জড়িয়ে যাবপাত্রে শুইয়ে রাখেন, ইহা এমন পাত্র যাতে পশুর খাবার রাখা হয়।

নিশ্চয়ই ঈশ্বরের পরিচালনার দ্বারা আগস্ত কৈসর এই নাম লেখাবার আইন করেন। ইহাই সবেপর করে যেন যীশু বৈৎলেহমে জন্ম নেন, যে নগরের কথা শাস্ত্র বহু পূর্ব থেকে ভাববাণী করে রেখেছিল সেই প্রতিজ্ঞাত শাসকের জন্মস্থান হবে বলে।

কি গুরুত্বপূর্ণ রাতই না ইহা! বাইরে মাঠে মেষপালকদের চারিদিকে উজ্জ্বল আলো দেখা দেয়। ইহা যিহোবার প্রতাপ! আর যিহোবার দূত তাদের বলেন: “ভয় করিও না, কারণ, দেখ! আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দায়ূদের নগরে, তোমাদের জন্য ত্রাণকর্ত্তা জন্মিয়াছেন, তিনি খ্রীষ্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন: তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ান ও যাবপাত্রে শয়ান রহিয়াছে।” হঠাৎ আরও দূতেরা আবির্ভূত হয় ও গান করে: “ঊর্দ্ধলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।”

যখন দূতেরা চলে যায়, তখন মেষপালকেরা একজন অপর জনকে বলে: “চল আমরা, একবার বৈৎলেহম যাই ও যে ব্যাপার যিহোবা আমাদের জানাইলেন, তাহা গিয়া দেখি।” তারা তাড়াতাড়ি যায় এবং যীশুকে ঠিক সেইখানে দেখতে পায় যেখানে দূত বলেছিল তারা দেখতে পাবে। যখন মেষপালকেরা বর্ণনা করে দূত তাদের কি বলেছে, সকলে যারা শোনে আশ্চর্য্য হয়। মরিয়ম এইসব যত্নপূর্বক মনে রাখে ও এই কথাগুলি তার হৃদয়কে আনন্দ দেয়।

অনেকে আজ বিশ্বাস করে যে যীশুর জন্ম হয়েছিল ডিসেম্বর মাসের ২৫ তারিখে। কিন্তু ডিসেম্বর হচ্ছে বর্ষাকাল, ও ঠাণ্ডার সময় বৈৎলেহমে। মেষপালকেরা সেই সময় রাত্রে তাদের পাল নিয়ে মাঠে থাকবে না। আরও, রোমীয় সম্রাট নিশ্চয়ই যে লোকেরা তার বিপক্ষে বিদ্রোহ করতে উদ্যত ছিল তাদের প্রচণ্ড শীতে নাম লেখাতে যেতে বলবেন না। স্পষ্টতই যীশু জন্মগ্রহণ করেন সেই বৎসরের শরৎকালের প্রথম দিকে। লূক ২:১-২০; মীখা ৫:২.

▪ কেন যোষেফ ও মরিয়ম বৈৎলেহমে যাত্রা করেন?

▪ যীশু যে রাত্রিতে জন্ম নেন কি অপূর্ব ঘটনা ঘটে?

▪ কিভাবে আমরা জানি যে যীশু ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার