ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ২৩
  • কফরনাহূমে আরও আশ্চর্য্য কাজ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কফরনাহূমে আরও আশ্চর্য্য কাজ
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমাজগৃহ যেখানে যিশু ও তাঁর শিষ্যরা প্রচার করেছিল
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যায়ীরের গৃহ ত্যাগ করে পুনরায় নাসরৎ পরিদর্শন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • যিশু অসুস্থদের সুস্থ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যীশু কেন পৃথিবীতে এসেছিলেন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ২৩

অধ্যায় ২৩

কফরনাহূমে আরও আশ্চর্য্য কাজ

যীশু তাঁর প্রথম চার শিষ্য—পিতর, আন্দ্রিয়, যাকোব ও যোহনকে—ডাকার পরের বিশ্রামবারে তারা সকলে কফরনাহূমের স্থানীয় সমাজ গৃহে যান। সেখানে যীশু শিক্ষা দিতে আরম্ভ করেন, আর লোকেরা চমৎকৃত হয় কারণ তিনি একজন ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতে থাকেন, তাদের অধ্যাপকদের মত নয়।

এই বিশ্রামবারে এক ভূতগ্রস্ত লোক সেখানে উপস্থিত। কিছুক্ষণ পরে, সে উচ্চৈঃস্বরে চিৎকার করে উঠল: “হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের কি সম্পর্ক? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে; ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।”

যে দুষ্ট আত্মাটি সেই ব্যক্তিকে তার দখলে রেখেছিল সে আসলে শয়তানের দূত। সেই দুষ্ট আত্মাকে ধমক দিয়ে যীশু বলেন: “চুপ কর, উহা হইতে বাহির হও!”

তাহাতে সেই দুষ্ট আত্মা সেই ব্যক্তিকে মোচড় দিয়ে মাটিতে ফেলে দেয় ও উচ্চৈঃস্বরে চীৎকার করে। কিন্তু সেই ব্যক্তির কোন ক্ষতি না করে তার থেকে বের হয়ে যায়। সকলে আশ্চর্য্য হয়! “একি?” তারা প্রশ্ন করে। “উনি ক্ষমতা সহকারে অশুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা উহার আজ্ঞা মানে।” এই খবর চারিধারের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে।

সেই সমাজ গৃহ থেকে বেরিয়ে, যীশু ও তাঁর শিষ্যরা শিমোন বা পিতরের গৃহে যায়। সেখানে পিতরের শ্বাশুড়ীর খুব জ্বর হয়েছিল। ‘দয়া করে তাকে সাহায্য করুন,’ তারা বিনয় করে। তখন যীশু তার কাছে যান, তার হাত ধরেন, ও তাকে তোলেন। আর তৎক্ষণাৎ তিনি সেরে ওঠেন আর তাদের জন্য খাবার তৈরী করতে শুরু করেন!

পরে, যখন সূর্যাস্ত হয়েছে, সব জায়গা থেকে লোকে পিতরের গৃহে পীড়িতদের নিয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যে পুরো শহর সেই দরজার সামনে জড়ো হয়ে যায়! আর যীশু সব পীড়িতদের সুস্থ করেন, তাদের অসুখ যাই হোক না কেন। যারা ভূতগ্রস্ত তিনি তাদেরও আরোগ্য করেন। আর যে মন্দ আত্মাদের তিনি বার করে দেন, তারা চিৎকার করে: “আপনি ঈশ্বরের পুত্র।” কিন্তু যীশু তাদের ধমক দেন ও কথা বলতে দেন না কারণ তারা জানে যে তিনিই খ্রীষ্ট। মার্ক ১:২১-৩৪; লূক ৪:৩১-৪১; মথি ৮:১৪-১৭.

▪ যীশু যখন তাঁর চার শিষ্যকে ডাকেন তার পরের বিশ্রামবারে সমাজগৃহে কি ঘটে?

▪ যীশু সমাজগৃহ থেকে কোথায় যান, আর সেখানে কি আশ্চর্য্য কাজ করেন?

▪ পরে সেই দিন সন্ধ্যাবেলায় কি ঘটে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার