ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ২৫
  • এক কুষ্ঠরোগীর জন্য করুণা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক কুষ্ঠরোগীর জন্য করুণা
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘খ্রীষ্টের প্রেম জানিতে সমর্থ হওয়া’
    যিহোবার নিকটবর্তী হোন
  • তিনি লোকেদের ভালোবেসেছিলেন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কুষ্ঠরোগী হয়েও আমার জীবন—আনন্দপূর্ণ ও আধ্যাত্মিকভাবে আশীর্বাদপ্রাপ্ত
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে বিকলাঙ্গতা শেষ হবে
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ২৫

অধ্যায় ২৫

এক কুষ্ঠরোগীর জন্য করুণা

যখন যীশু ও তাঁর চার শিষ্য গালীলের নগরগুলি ভ্রমণ করেন তিনি যে আশ্চর্য্য কাজগুলি করছেন তা সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়ে। তাঁর কাজের খবর এক নগরে পৌঁছায় যেখানে এক কুষ্ঠ রোগাআন্ত ব্যক্তি ছিল। চিকিৎসক লূক তার সম্বন্ধে বর্ণনা করেন “সর্ব্বাঙ্গকুষ্ঠ।” যখন এই রোগ খুব বেড়ে যায়, তখন তা শরীরের বিভিন্ন অংশকে আস্তে আস্তে বিকৃত করে। তাই সেই কুষ্ঠরোগীর অবস্থা খুব করুণ ছিল।

যখন যীশু নগরে আসেন, সেই কুষ্ঠরোগী যীশুর কাছে আসে। ঈশ্বরের আইন অনুসারে, একজন কুষ্ঠরোগীকে আগে থেকে চেঁচাতে হত, “অশুচি, অশুচি!” যাতে অন্যেরা তার খুব কাছে এসে সংআমিত না হয়। সেই কুষ্ঠরোগী যীশুর সামনে উবুড় হয়ে পড়ে তাঁর কাছে ভিক্ষা চায়: “প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করিতে পারেন।”

কি বিশ্বাসই না এই ব্যক্তির যীশুর উপরে আছে! কিন্তু, রোগের জন্য তাকে কি করুণ অবস্থায়ই না দেখাচ্ছে! যীশু এখন কি করবেন? আপনি কি করতেন? করুণায় পরিচালিত হয়ে, যীশু তাঁর হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন, এই বলে: “আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও।” আর সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ তার শরীর থেকে মিলিয়ে গেল।

আপনি কি চাইবেন এইরকম কোন করুণাময় ব্যক্তিকে আপনার রাজা হিসাবে? যেভাবে যীশু এই কুষ্ঠরোগীর সাথে ব্যবহার করেন তা আমাদের দৃঢ় বিশ্বাস দেয় যে তাঁর রাজ্যের শাসনে, বাইবেলের ভাববাণী পূর্ণ হবে: “তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন।” হ্যাঁ, যীশু তখন তাঁর হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন সকল পীড়িতদের সাহায্য করতে।

এই কুষ্ঠরোগীকে আরোগ্য করার পূর্বেই, যীশুর পরিচর্য্যা লোকের মধ্যে বিরাট উত্তেজনা সৃষ্টি করেছে। যিশাইয়ের ভাববাণীর সাথে মিল রেখে, যীশু সেই আরোগ্যপ্রাপ্ত ব্যক্তিকে আদেশ দেন: “এই কথা কাহাকেও বলিও না।” তারপর তাকে আজ্ঞা দেন: “কিন্তু যাজকের কাছে গিয়া আপনাকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জন্য, তোমার শূচীকরণ সম্বন্ধে মোশির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ কর।”

কিন্তু এই ব্যক্তি এত খুশি যে এই আশ্চর্য্য কাজ নিজের মধ্যে চেপে রাখতে পারে না। সে যায় এবং এই খবর সব জায়গায় ছড়িয়ে দেয়, এবং ইহা লোকের মধ্যে এমন অগ্রহ ও উৎসাহের কারণ হয় যে যীশু খোলাখুলি ভাবে আর কোনও নগরে যেতে পারেন না। তাই, যীশু নির্ড্জন স্থানে থাকেন যেখানে আর কারুর বসবাস নেই, আর লোকেরা সব জায়গা থেকে তাঁর কাছে তাঁর কথা শুনতে ও পীড়িতদের সুস্থ করার জন্য নিয়ে আসে। লূক ৫:১২-১৬; মার্ক ১:৪০-৪৫; মথি ৮:২-৪; লেবীয়পুস্তক ১৩:৪৫; ১৪:১০-১৩; গীতসংহিতা ৭২:১৩; যিশাইয় ৪২:১, ২.

▪ কুষ্ঠরোগের কি ফল হতে পারে, আর কুষ্ঠরোগীর কি সতর্কবাণী দেওয়া দরকার ছিল?

▪ একজন কুষ্ঠরোগী কিভাবে যীশুর কাছে বিনয় করে, আর যীশুর সাড়া থেকে আমরা কি শিখতে পারি?

▪ কিভাবে সেই আরোগ্যপ্রাপ্ত ব্যক্তি যীশুর কথা পালন করে না, ও তার ফল কি হয়?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার