পাঠ ১২
মারা গেলে কী হয়?
মৃত্যু হল জীবনের বিপরীত। এটা গভীর ঘুমের মতো। (যোহন ১১:১১-১৪) কেউ মারা গেলে সে আর শুনতে পায় না, দেখতে পায় না, কথা বলতে পারে না বা কোন কিছু চিন্তাও করতে পারে না। (উপদেশক ৯:৫, ১০) মিথ্যা ধর্ম শেখায় যে মানুষ মারা গেলে সে তার মৃত আত্মীয়স্বজনদের সঙ্গে থাকার জন্য এক আত্মিক জগতে চলে যায়। বাইবেল কিন্তু তা শেখায় না।
যারা মারা গেছে তারা আমাদের ভাল বা খারাপ কিছুই করতে পারে না। অনেক লোকেরাই তাদের আত্মীয়স্বজন মারা গেলে বিভিন্ন আচার-অনুষ্ঠান করে ও তাদের নামে অনেক কিছু উৎসর্গ করে কারণ তারা বিশ্বাস করে যে এগুলো তাদের মৃত আত্মীয়স্বজনদের খুশি করবে। কিন্তু ঈশ্বর এতে অখুশি হন কারণ এগুলো শয়তানের মিথ্যা শিক্ষা থেকে এসেছে। আর এগুলো মৃতদেরও খুশি করে না কারণ তাদের কোন বোধশক্তি নেই। তাই যারা মারা গেছে তাদের ভয় পাওয়া বা উপাসনা করা উচিত নয়। একমাত্র যিহোবাকেই আমাদের উপাসনা করা উচিত।—মথি ৪:১০, ১১.
যারা মারা গেছে তারা আবার বেঁচে উঠবে। যিহোবা পরমদেশ পৃথিবীতে মৃতদেরকে জীবন দেবেন। কিন্তু এটা এখনও ভবিষ্যতের ব্যাপার। (যোহন ৫:২৮, ২৯; প্রেরিত ২৪:১৫) একজন ঘুমন্ত লোককে আপনি যেমন ঘুম থেকে ডেকে তুলতে পারেন, তেমনই যারা মারা গেছে তাদেরকে ঈশ্বর জাগাতে পারেন।—মার্ক ৫:২২, ২৩, ৪১, ৪২.
আমরা অমর এই মিথ্যা কথাটা শয়তান দিয়াবল ছড়িয়েছে। শয়তান ও তার দূতেরা লোকেদের মনে ঢুকিয়ে দেয় যে মারা গেলে পর আত্মা বেঁচে থাকে এবং তারাই মানুষকে অসুস্থ করে ও অন্যান্য সমস্যা তৈরি করে। শয়তান কখনও কখনও স্বপ্ন ও দর্শনের মাধ্যমেও লোকেদের ধোঁকা দেয়। যারা মৃত লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাদেরকে যিহোবা ঘৃণা করেন।—দ্বিতীয় বিবরণ ১৮:১০-১২.