পাঠ ১৪
ঈশ্বরের বন্ধুরা খারাপ কাজ করেন না
শয়তান লোকেদের দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বন্ধু হতে চায় তার সেই সমস্ত কাজ ঘৃণা করা দরকার যেগুলোকে যিহোবা ঘৃণা করেন। (গীতসংহিতা ৯৭:১০) এখানে কিছু বিষয়ের কথা বলা হল, যা ঈশ্বরের বন্ধুরা করেন না:
যৌন অনৈতিকতা। “ব্যভিচার করিও না।” (যাত্রাপুস্তক ২০:১৪) বিয়ে না করে যৌন সম্পর্ক করাও অন্যায়।—১ করিন্থীয় ৬:১৮.
মাতাল হওয়া। “মাতাল . . . ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।”—১ করিন্থীয় ৬:১০.
খুন ও গর্ভপাত করা। “নরহত্যা করিও না।”—যাত্রাপুস্তক ২০:১৩.
চুরি করা। “চুরি করিও না।”—যাত্রাপুস্তক ২০:১৫.
মিথ্যা কথা বলা। যিহোবা “মিথ্যাবাদী জিহ্বা” ঘৃণা করেন।—হিতোপদেশ ৬:১৭.
দৌরাত্ম্য ও প্রচণ্ড রাগ। “দৌরাত্ম্যপ্রিয় লোক [যিহোবার] ঘৃণাস্পদ।” (গীতসংহিতা ১১:৫) ‘মাংসের কার্য্য সকলের [মধ্যে একটা হল] রাগ।’—গালাতীয় ৫:১৯, ২০.
জুয়াখেলা। “কোন ব্যক্তি যদি . . . লোভী . . . হয়, তবে তাহার সংসর্গে থাকিতে নাই।”—১ করিন্থীয় ৫:১১.
বর্ণ ও জাতিগত বিদ্বেষ। “তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও।”—মথি ৫:৪৩, ৪৪.
ঈশ্বর আমাদের যে বিষয়গুলো বলেন, তা আমাদের ভালর জন্য বলেন। খারাপ কাজ করা এড়িয়ে চলা সবসময় সহজ নয়। কিন্তু, যিহোবা এবং তাঁর সাক্ষিদের সাহায্য নিয়ে আপনি সেই সমস্ত কাজ করা এড়িয়ে চলতে পারেন, যে কাজগুলো ঈশ্বরকে খুশি করে না।—যিশাইয় ৪৮:১৭; ফিলিপীয় ৪:১৩; ইব্রীয় ১০:২৪, ২৫.