ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ১৩ পৃষ্ঠা ১৬
  • ভালো ও মন্দ রাজারা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভালো ও মন্দ রাজারা
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি তার ভুলগুলো থেকে শিখেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি তার ভুলগুলো থেকে শিখেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • যিহোবার দয়া সম্বন্ধে যোনা শেখেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি করুণা দেখানোর বিষয়ে এক শিক্ষা লাভ করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ১৩ পৃষ্ঠা ১৬
একজন অল্পবয়সি ইস্রায়েলীয় রাজা

খণ্ড ১৩

ভালো ও মন্দ রাজারা

ইস্রায়েল বিভক্ত হয়। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক রাজা ইস্রায়েলীয়দের ওপর শাসন করে এবং তাদের অধিকাংশই অবিশ্বস্ত। যিরূশালেম বাবিলীয়দের দ্বারা ধ্বংস হয়

যিহোবা যেমনটা ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, ঠিক তেমনই শলোমন বিশুদ্ধ উপাসনা থেকে সরে যাওয়ার পর, ইস্রায়েল বিভক্ত হয়ে গিয়েছিল। তার ছেলে এবং উত্তরাধিকারী রহবিয়াম নিষ্ঠুর ছিলেন। এর প্রতিক্রিয়া স্বরূপ, ইস্রায়েলের দশ বংশ বিদ্রোহ করেছিল এবং ইস্রায়েলের উত্তর রাজ্য গঠন করেছিল। দুটো বংশ যিরূশালেমে দায়ূদের সিংহাসনে অধিষ্ঠিত রাজার প্রতি অনুগত ছিল এবং যিহূদার দক্ষিণ রাজ্য গঠন করেছিল।

উভয় রাজ্যেরই এক অশান্ত ইতিহাস ছিল আর এর মূল কারণ ছিল অবিশ্বস্ত ও অবাধ্য রাজারা। ইস্রায়েলের অবস্থা এমনকী যিহূদার চেয়ে খারাপ ছিল কারণ এর রাজারা শুরু থেকেই মিথ্যা উপাসনাকে ছড়িয়ে দিয়েছিল। এলিয় ও ইলীশায়ের মতো ভাববাদীদের—এমনকী মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করেছিল এমন দুজন ব্যক্তির—পরাক্রমী কাজগুলো সত্ত্বেও, ইস্রায়েল সবসময় এক মন্দ পথেই ফিরে গিয়েছিল। অবশেষে, ঈশ্বর উত্তর রাজ্যকে অশূরের দ্বারা ধ্বংস হতে দিয়েছিলেন।

যিহূদা ইস্রায়েলের চেয়ে এক শতাব্দীরও একটু বেশি সময় স্থায়ী হয়েছিল কিন্তু এই রাজ্যও ঐশিক শাস্তি লাভ করেছিল। যিহূদার মাত্র কয়েক জন রাজা ঈশ্বরের ভাববাদীদের সতর্কবাণীর প্রতি সাড়া দিয়েছিল এবং জাতিকে ঈশ্বরের প্রতি ফেরাতে চেষ্টা করেছিল। উদাহরণস্বরূপ, রাজা যোশিয় যিহূদাকে মিথ্যা উপাসনা থেকে শুচি করতে শুরু করেছিলেন এবং যিহোবার মন্দির পুনর্স্থাপন করেছিলেন। যখন মোশির মাধ্যমে দত্ত ঈশ্বরের ব্যবস্থার একটি মূল প্রতিলিপি খুঁজে পাওয়া গিয়েছিল, তখন যোশিয় গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন আর তাই তার সংস্কার অভিযানকে জোরদার করেছিলেন।

তবে, দুঃখের বিষয় যে, যোশিয়র পরবর্তী উত্তরাধিকারীরা সেই রাজার উত্তম উদাহরণ অনুসরণ করেনি। তাই যিহোবা বাবিলকে যিহূদা জয় করতে, যিরূশালেম ও এর মন্দির ধ্বংস করতে দিয়েছিলেন। রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের বাবিলে নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছিল। ঈশ্বর ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, এই নির্বাসন ৭০ বছর স্থায়ী হবে। সেই সময়জুড়ে যিহূদা জনশূন্য অবস্থায় ছিল—যতক্ষণ পর্যন্ত না, প্রতিজ্ঞা অনুযায়ী সেই জাতিকে তার নিজ দেশে ফিরে যেতে দেওয়া হয়েছিল।

কিন্তু, ভবিষ্যদ্‌বাণীকৃত মশীহ অর্থাৎ প্রতিজ্ঞাত উদ্ধারকর্তার রাজত্বের আগে পর্যন্ত দায়ূদের বংশের আর কোনো রাজাই শাসন করতে পারবে না। যিরূশালেমে দায়ূদের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল এমন রাজাদের মধ্যে অধিকাংশই প্রমাণ করেছিল যে, অসিদ্ধ মানুষেরা শাসন করার যোগ্য নয়। একমাত্র মশীহই হবেন প্রকৃতপক্ষে যোগ্য। তাই, যিহোবা দায়ূদের বংশের শেষ রাজাকে এই কথা বলেছিলেন: “রাজমুকুট দূর কর; . . . যাবৎ তিনি না আইসেন, যাঁহার অধিকার; আমি তাঁহাকে দিব।”—যিহিষ্কেল ২১:২৬, ২৭.

—১ ও ২ রাজাবলি; ২ বংশাবলি ১০ থেকে ৩৬ অধ্যায়; যিরমিয় ২৫:৮-১১ পদের ওপর ভিত্তি করে।

  • কীভাবে ইস্রায়েল বিভক্ত হয়েছিল এবং সেই দুটো রাজ্যের কী হয়েছিল?

  • দায়ূদের বংশের রাজাদের কী হয়েছিল এবং কেন?

  • যোনার গল্প যিহোবা সম্বন্ধে আমাদের কী শেখায়? (বাক্স দেখুন।)

যোনা

যে-সময়ে রাজ্য বিভক্ত, সেই সময়ে ঈশ্বর যোনাকে বহুদূরের দৌরাত্ম্যপ্রিয় নগর নীনবীর লোকেদের কাছে যাওয়ার ও এক সতর্ক বার্তা প্রচার করার জন্য নিযুক্ত করেছিলেন। সেখানে না গিয়ে, যোনা এমন একটা জাহাজে চড়েছিলেন, যা অন্য দিকে যাচ্ছিল। এর ফলে এক অলৌকিক কাজ সম্পাদিত হয়েছিল—ঈশ্বরের হস্তক্ষেপের ফলে এক বিশাল মাছ যোনাকে গিলে ফেলেছিল। মাছের পেটের ভিতরে যোনা যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন আর এর ফলে তিনি সেই মাছকে বমন করিয়ে তাকে শুকনো ভূমিতে বের করে এনেছিলেন। এরপর যোনা তার কার্যভার সম্পন্ন করেছিলেন।

ঈশ্বর যোনাকে বাধ্যতা সম্বন্ধে শিক্ষা দেওয়ার পর, দ্বিতীয় সমস্যাটা দেখা দিয়েছিল: যোনা নীনবীর লোকেদের কাছে প্রচার করেছিলেন, কিন্তু তারা অনুতপ্ত হওয়ার কারণে ঈশ্বর যখন সমবেদনাময় হয়ে তাদের শাস্তি না দিয়ে করুণা দেখিয়েছিলেন, তখন যোনা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। যোনাকে আরও সমবেদনাময় হওয়ার জন্য শিক্ষা দিতে ঈশ্বর কীভাবে দ্বিতীয় অলৌকিক কাজটা ব্যবহার করেছিলেন, তা জানার জন্য অত্যন্ত আগ্রহজনক এই বইটি পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার