ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ll ভাগ ৫ পৃষ্ঠা ১২-১৩
  • মহাপ্লাবন—কারা ঈশ্বরের কথা শুনেছিল? কারা শোনেনি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মহাপ্লাবন—কারা ঈশ্বরের কথা শুনেছিল? কারা শোনেনি?
  • ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নোহের জাহাজ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • খণ্ড ৫
    ঈশ্বরের কথা শুনুন
  • নোহ একটা জাহাজ নির্মাণ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • তিনি “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন”
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
আরও দেখুন
ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন
ll ভাগ ৫ পৃষ্ঠা ১২-১৩

খণ্ড ৫

মহাপ্লাবন—কারা ঈশ্বরের কথা শুনেছিল? কারা শোনেনি?

নোহের সময়ে অধিকাংশ লোকই যা মন্দ, তা-ই করেছিল। আদিপুস্তক ৬:৫

মানবদেহ ধারণ করা দুষ্ট স্বর্গদূতেরা ত্রীলোকদের সগ মেলামেশা করছ

আদম ও হবার সন্তান হয়েছিল আর পৃথিবীতে লোকেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। পরে, কিছু স্বর্গদূত শয়তানের সঙ্গে বিদ্রোহে যোগ দিয়েছিল।

তারা পৃথিবীতে এসে মানুষের দেহ ধারণ করেছিল যাতে তারা স্ত্রীলোকদেরকে বিয়ে করতে পারে। সেই স্ত্রীলোকেরা অতিমানবীয় পুত্রদের জন্ম দিয়েছিল, যারা হিংস্র ও শক্তিশালী ছিল।

একজন মহিলা একটা শিশুকে আঁকড়ে ধরে রয়েছ আর একটা ছলে তাকে মারছ; নেফিলিম অর্থাৎ দুষ্ট স্বর্গদূতদের সন্তানেরা দৌরাত্ম্যপূর্ণ কাজ করছ

জগৎ সেই লোকেদের দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল, যারা বিভিন্ন মন্দ কাজ করত। বাইবেল বলে: “পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ।”

নোহ ঈশ্বরের কথা শুনেছিলেন ও একটা জাহাজ নির্মাণ করেছিলেন। আদিপুস্তক ৬:১৩, ১৪, ১৮, ১৯, ২২

নোহ ঈশ্বরের কথা শুনছন

নোহ একজন ভালো মানুষ ছিলেন। যিহোবা নোহকে বলেছিলেন যে, তিনি এক মহাপ্লাবন দ্বারা দুষ্ট লোকেদেরকে ধ্বংস করতে যাচ্ছেন।

নোহ ও তার পরিবার জাহাজ তৈরি করছ

এ ছাড়া, ঈশ্বর নোহকে একটা বিরাট নৌকাও নির্মাণ করতে বলেছিলেন, যেটাকে জাহাজ বলা হয় আর সেটার মধ্যে তার পরিবার ও সব ধরনের পশুপাখি নিতে বলেছিলেন।

নোহ লোকেদের আসন্ন জললাবন সবধ সতর্ক করছন কিন্তু তারা তাকে উপহাস করছ

নোহ আসন্ন জলপ্লাবন সম্বন্ধে লোকেদেরকে সতর্ক করেছিলেন কিন্তু তারা শোনেনি। কেউ কেউ নোহকে নিয়ে হাসি-ঠাট্টা করেছিল; অন্যেরা তাকে ঘৃণা করেছিল।

নোহ ও তার পরিবার জাহাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য পশুদের জড়ো করছ

জাহাজ নির্মাণ শেষ হলে নোহ পশুপাখিকে জাহাজের ভিতরে নিয়ে এসেছিলেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার