খণ্ড ১২
কীভাবে আপনি এক সুখী পারিবারিক জীবন লাভ করতে পারেন?
প্রেমই হল সুখী পরিবারের চাবিকাঠি। ইফিষীয় ৫:৩৩
ঈশ্বরের মানদণ্ড হল যে, বিয়ে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে হওয়া উচিত।
একজন প্রেমময় স্বামী তার স্ত্রীর সঙ্গে কোমলভাবে ও বোধগম্যতার সঙ্গে আচরণ করেন।
একজন স্ত্রীর তার স্বামীর সঙ্গে সহযোগিতা করা উচিত।
সন্তানদের তাদের বাবা-মার বাধ্য হওয়া উচিত।
নিষ্ঠুর এবং অবিশ্বস্ত নয় বরং সদয় ও বিশ্বস্ত হোন। কলসীয় ৩:৫, ৮-১০
ঈশ্বরের বাক্য বলে যে, স্ত্রীকে একজন স্বামীর তার নিজ দেহের মতো প্রেম করা উচিত আর তার স্বামীর প্রতি একজন স্ত্রীর গভীর সম্মান থাকা উচিত।
বিয়ের ব্যবস্থার বাইরে যৌন সম্পর্ক করা ভুল। এ ছাড়া, বহুগামিতাও ভুল।
যিহোবার বাক্য শিক্ষা দেয় যে, কীভাবে পরিবারগুলো সুখী হতে পারে।