ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • jl পাঠ ১৬
  • পরিচারক দাসদের ভূমিকা কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচারক দাসদের ভূমিকা কী?
  • আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিচালক দাসেরা খুবই মূল্যবান কাজ করেন
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রাচীনরা ভার বহন করতে অন্যদেরকে প্রশিক্ষণ দিন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মানুষদের মধ্যে পাঠানো সেই ‘দানের’ প্রতি কৃতজ্ঞতা দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • ভাইয়েরা, আপনারা কি পরিচারক দাস হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
আরও দেখুন
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
jl পাঠ ১৬

পাঠ ১৬

পরিচারক দাসদের ভূমিকা কী?

একজন পরিচারক দাস সাহিত্যাদি বিতরণে সাহায্য করছন

মায়ানমার

একজন পরিচারক দাস একটা বাইবেলভিত্তিক বক্তৃতা দিচ্ছন

সভার অংশ

একজন পরিচারক দাস একটা সভা পরিচালনা করছন

পরিচর্যা দল

একজন পরিচারক দাস কিংডম হল রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করছন

কিংডম হল রক্ষণাবেক্ষণ

বাইবেল খ্রিস্টান পুরুষদের দুটো দল সম্বন্ধে বলে যারা মণ্ডলীর দায়িত্বগুলো পালন করে থাকে—‘অধ্যক্ষগণ ও পরিচারকগণ।’ (ফিলিপীয় ১:১) সাধারণত, প্রত্যেকটা মণ্ডলীতে সেবারত এইরকম বেশ কিছু ভাই রয়েছে। আমাদের উপকারার্থে পরিচারক দাসেরা কোন কাজ করে থাকে?

তারা প্রাচীনগোষ্ঠীকে সাহায্য করে। পরিচারক দাসেরা হল, আধ্যাত্মিকমনা, নির্ভরযোগ্য এবং বিবেকবুদ্ধিসম্পন্ন পুরুষ, তাদের কিছুজন অল্পবয়সি ও অন্যেরা বয়স্ক। তারা গুরুত্বপূর্ণ অথচ রুটিনমাফিক এমন সাংগঠনিক ও শারীরিক কাজগুলোর যত্ন নিয়ে থাকে, যেগুলো মণ্ডলীতে অবশ্যই করতে হবে। তা করা প্রাচীনদেরকে শিক্ষা দেওয়ার ও পালকীয় কাজের দায়িত্বগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সুযোগ করে দেয়।

তারা ব্যবহারিক কাজগুলো করে থাকে। কিছু পরিচারক দাসকে, যারা সভাগুলোতে আসে তাদের সকলকে অভ্যর্থনা জানানোর জন্য পরিচারক হিসেবে কাজ করার কার্যভার দেওয়া হয়। অন্যেরা হয়তো সাউন্ড সিস্টেম, সাহিত্যাদি দেওয়ার, মণ্ডলীতে হিসাব-নিকাশ রাখার এবং মণ্ডলীর সদস্যদেরকে সাক্ষ্যদানের এলাকা দেওয়ার বিষয়টা দেখাশোনা করে। এ ছাড়া, তারা কিংডম হলের রক্ষণাবেক্ষণের কাজেও সাহায্য করে। প্রাচীনরা হয়তো তাদেরকে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে বলতে পারে। পরিচারক দাসদের যে-দায়দায়িত্বই দেওয়া হোক না কেন, সেগুলো পালন করার জন্য তাদের ইচ্ছুক মনোভাবের কারণে সকলেই তাদেরকে সম্মান করে।—১ তীমথিয় ৩:১৩.

তারা খ্রিস্টান পুরুষ হিসেবে উত্তম উদাহরণ স্থাপন করে। পরিচারক দাসদেরকে তাদের উত্তম আধ্যাত্মিক গুণাবলির জন্য বেছে নেওয়া হয়। তারা যখন সভাগুলোতে তাদের অংশগুলো উপস্থাপন করে, তখন সেগুলো আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। প্রচার কাজে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তারা আমাদের উদ্যোগকে বৃদ্ধি করে। তাদের সহযোগিতামূলক মনোভাবের কারণে তারা আনন্দ ও একতাকে বৃদ্ধি করে। (ইফিষীয় ৪:১৬) পরবর্তী সময়ে, তারাও হয়তো প্রাচীন হিসেবে সেবা করার জন্য যোগ্য হতে পারে।

  • পরিচারক দাসেরা কী ধরনের ব্যক্তি?

  • কীভাবে এই দাসেরা মণ্ডলীর কাজকর্ম ঠিকমতো চলার ক্ষেত্রে সাহায্য করে?

আরও জানুন

প্রত্যেকবার আপনি যখন কিংডম হলে যান, তখন এক এক জন প্রাচীন অথবা পরিচারক দাসের সঙ্গে পরিচিত হোন, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের সকলের ও তাদের পরিবারের সঙ্গে পরিচিত হন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার