পাঠ ২
রিবিকা যিহোবাকে খুশি করতে চেয়েছিলেন
রিবিকা ছিলেন এমন একজন মেয়ে, যিনি যিহোবাকে ভালোবাসতেন। তার স্বামীর নাম ছিল ইস্হাক। তিনিও যিহোবাকে ভালোবাসতেন। কীভাবে রিবিকার সঙ্গে ইস্হাকের দেখা হয়েছিল? কীভাবে রিবিকা দেখিয়েছিলেন যে, তিনি যিহোবাকে খুশি করতে চান? এসো, প্রথমে আমরা রিবিকার স্বামী ইস্হাক সম্বন্ধে শিখি।
ইস্হাকের বাবার নাম ছিল অব্রাহাম এবং মায়ের নাম ছিল সারা। তারা কনান দেশে বাস করত, যেখানে লোকেরা যিহোবার উপাসনা করত না। কিন্তু, অব্রাহাম চেয়েছিলেন যেন তার ছেলে এমন একজন মেয়েকে বিয়ে করে, যে যিহোবার উপাসনা করে। তাই, তিনি তার দাসকে, সম্ভবত ইলীয়েষরকে হারণ নামে একটা জায়গায় পাঠিয়েছিলেন, যেন তিনি ইস্হাকের জন্য একজন স্ত্রী খুঁজে নিয়ে আসেন। সেখানে অব্রাহামের আত্মীয়রা বাস করত।
রিবিকা উটদের জল খাওয়ানোর জন্য কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক ছিলেন
তাই, ইলীয়েষর অব্রাহামের অন্যান্য দাসদের সঙ্গে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। তাদের অনেক দূরে যেতে হয়েছিল। তারা তাদের সঙ্গে দশটা উটে করে প্রচুর খাবার এবং উপহার নিয়ে গিয়েছিলেন। ইলীয়েষর কীভাবে বুঝবেন যে, ইস্হাকের জন্য তাকে কোন মেয়েকে বাছাই করতে হবে? ইলীয়েষর এবং অন্যান্য দাস যখন হারণে এসে পৌঁছেছিলেন, তখন তারা একটা কুয়োর কাছে থামে কারণ ইলীয়েষর জানতেন যে, শীঘ্র মেয়েরা জল নেওয়ার জন্য সেখানে আসবে। তিনি যিহোবার কাছে প্রার্থনা করে বলেছিলেন: ‘আমি যদি কোনো যুবতী মেয়ের কাছে জল চাই আর সে যদি আমাকে এবং আমার উটদের জল দেয়, তাহলে আমি বুঝতে পারব যে, এই মেয়েকেই তুমি বাছাই করেছ।’
সেই সময়ই রিবিকা কুয়োর কাছে আসেন। বাইবেল বলে যে, তিনি খুব সুন্দরী ছিলেন। ইলীয়েষর যখন তার কাছে জল চেয়েছিলেন, তখন রিবিকা বলেছিলেন: ‘নিশ্চয়ই। আমি আপনার ও সেইসঙ্গে আপনার উটদের জন্য জল নিয়ে আসব।’ একটু চিন্তা করো! যেহেতু তৃষ্ণার্ত উটেরা অনেক জল খায়, তাই রিবিকাকে বার বার কুয়োর কাছে গিয়ে জল আনতে হয়েছিল। তুমি কি ছবিতে দেখতে পাচ্ছো যে, তিনি কত পরিশ্রম করছেন?— যিহোবা যেভাবে তার প্রার্থনার উত্তর দিয়েছেন, তা দেখে ইলীয়েষর অবাক হয়ে গিয়েছিলেন।
রিবিকাকে ইলীয়েষর অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছিলেন। তিনি ইলীয়েষর এবং অন্যান্য দাসকে তার বাড়িতে আসতে বলেছিলেন। সেখানে গিয়ে ইলীয়েষর বলেছিলেন যে, কেন অব্রাহাম তাকে সেখানে পাঠিয়েছেন এবং কীভাবে যিহোবা তার প্রার্থনার উত্তর দিয়েছেন। রিবিকার পরিবার ইস্হাকের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়েছিলেন।
রিবিকা ইলীয়েষরের সঙ্গে কনানে গিয়েছিলেন এবং ইস্হাককের সঙ্গে তার বিয়ে হয়েছিল
কিন্তু, তোমার কী মনে হয়, রিবিকা কি ইস্হাককে বিয়ে করতে রাজি হয়েছিলেন?— রিবিকা জানতেন যে, যিহোবাই ইলীয়েষরকে সেখানে পাঠিয়েছেন। তাই, রিবিকার পরিবার যখন তাকে জিজ্ঞেস করেছিল যে, তিনি কনানে গিয়ে ইস্হাককে বিয়ে করতে চান কি না, তখন তিনি বলেছিলেন: ‘হ্যাঁ, আমি যেতে চাই।’ তক্ষুণি তিনি ইলীয়েষরের সঙ্গে গিয়েছিলেন। তারা যখন কনানে আসেন, তখন রিবিকা ইস্হাককে বিয়ে করেন।
যেহেতু রিবিকা যিহোবার ইচ্ছা অনুযায়ী কাজ করেছিলেন, তাই যিহোবা তাকে আশীর্বাদ করেছিলেন। অনেক অনেক বছর পর, তার পরিবার থেকেই যিশু আসেন! তুমি যদি রিবিকার মতো হও এবং যিহোবাকে খুশি করো, তাহলে তিনি তোমাকেও আশীর্বাদ করবেন।
তোমার বাইবেল থেকে পড়ো
আদিপুস্তক ১২:৪, ৫; ২৪:১-৫৮, ৬৭