ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • yc পাঠ ৪ পৃষ্ঠা ১০-১১
  • তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন
  • আপনার সন্তানকে শিক্ষা দিন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিপ্তহের প্রতিজ্ঞা
    আমার বাইবেলের গল্পের বই
  • বিশ্বস্ত থাকার মাধ্যমে ঈশ্বরের অনুমোদন লাভ করা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিপ্তহের প্রতিজ্ঞা
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিপ্তহ যিহোবার কাছে তার মানত পূর্ণ করেন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আপনার সন্তানকে শিক্ষা দিন
yc পাঠ ৪ পৃষ্ঠা ১০-১১
যিতহ তার মেয়ের সগ সময় কাটাচ্ছন, যখন সে একেবারে ছাটা

পাঠ ৪

তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন

ইসায়েলীয় সৈন্যরা যখন তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করছ, তখন যিতহ যিহোবার কাছ পার্থনা করছন

যিহোবার কাছে যিপ্তহ কী প্রতিজ্ঞা করছেন?

যিতহ যুদ্ধ থেকে ফিরে এসে তার মেয়েকে জড়িয়ে ধরেন, যিনি তার সগ দেখা করতে এসেছন

যদিও সহজ ছিল না, তবুও যিপ্তহের মেয়ে তার বাবার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করেছিলেন

তুমি কি ছবিতে মেয়েটাকে দেখতে পাচ্ছো?— তিনি হলেন যিপ্তহের মেয়ে। বাইবেল আমাদেরকে তার নাম জানায় না কিন্তু আমরা জানি যে, তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন। এসো, আমরা তার সম্বন্ধে এবং তার বাবা যিপ্তহ সম্বন্ধে শিখি।

যিপ্তহ একজন ভালো ব্যক্তি ছিলেন এবং তিনি তার মেয়েকে যিহোবা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় ব্যয় করেছিলেন। এ ছাড়া, তিনি একজন শক্তিশালী পুরুষ ও ভালো নেতা ছিলেন। তাই, ইস্রায়েলীয়রা তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে নেতৃত্ব দিতে বলেছিল।

যিপ্তহ জয়ী হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। যিপ্তহ প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি যদি জয়ী হন, তাহলে বাড়ি ফিরে যাওয়ার পর, যে-ব্যক্তি প্রথমে বের হয়ে আসবেন, তাকে তিনি যিহোবার উদ্দেশে দান করবেন। সেই ব্যক্তি তার বাকি জীবনটা ঈশ্বরের আবাসে কাটাবেন এবং কাজ করবেন। আবাস হল এমন এক স্থান, যেখানে সেই সময় লোকেরা ঈশ্বরের উপাসনা করার জন্য যেত। সত্যি সত্যিই, যিপ্তহ যুদ্ধে জয়ী হয়েছিলেন! তুমি কি জানো, তিনি যখন বাড়ি ফিরে গিয়েছিলেন, তখন কে প্রথমে তার বাড়ি থেকে বের হয়ে এসেছিল?—

যিপ্তহের মেয়ে! তিনি ছিলেন তার একমাত্র সন্তান আর তাকেই কিনা এখন পাঠিয়ে দিতে হবে! এতে যিপ্তহ অনেক দুঃখ পেয়েছিলেন। কিন্তু মনে রেখো, তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। সঙ্গেসঙ্গে তার মেয়ে বলেছিলেন, ‘বাবা, তুমি যিহোবার কাছে প্রতিজ্ঞা করেছ, তাই তোমাকে এটা রাখতেই হবে।’

যিতহের মেয়ে আবাসের জন্য কাঠ কুড়াচ্ছন; তার বধুরা তার সগ দেখা করতে এসেছ

প্রতি বছর যিপ্তহের মেয়ের বান্ধবীরা তার সঙ্গে দেখা করতে যেত

যিপ্তহের মেয়েও অনেক দুঃখ পেয়েছিলেন। আবাসে থাকলে তিনি বিয়ে করতে এবং সন্তান জন্ম দিতে পারবেন না। কিন্তু, তিনি মনেপ্রাণে তার বাবার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করতে এবং যিহোবাকে খুশি করতে চেয়েছিলেন। বিয়ে করা এবং সন্তান জন্ম দেওয়ার চেয়ে সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই, বাকি জীবনটা আবাসে কাটানোর জন্য তিনি তার বাড়ি ছেড়ে সেখানে চলে গিয়েছিলেন।

তোমার কী মনে হয়, তিনি কি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন?— হ্যাঁ, করেছিলেন! তুমি যদি বাধ্য হও এবং যিহোবাকে ভালোবাসো, তাহলে তুমিও যিপ্তহের মেয়ের মতো হতে পারবে। তুমিও তোমার বাবা-মাকে এবং যিহোবাকে অনেক খুশি করতে পারবে।

তোমার বাইবেল থেকে পড়ো

  • দ্বিতীয় বিবরণ ৬:৪-৬

  • বিচারকর্ত্তৃগণের বিবরণ ১১:৩০-৪০

  • ১ করিন্থীয় ৭:৩২-৩৪

প্রশ্ন:

  • যিপ্তহ কে ছিলেন? তিনি কী প্রতিজ্ঞা করেছিলেন?

  • যিপ্তহ যে-প্রতিজ্ঞা করেছিলেন, সেই অনুযায়ী কাজ করা তার মেয়ের জন্য কেন কঠিন ছিল?

  • যিপ্তহের মেয়ের কাছে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল?

  • কীভাবে তুমি যিপ্তহের মেয়ের মতো হতে পারো?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার