ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • yc পাঠ ৮ পৃষ্ঠা ১৮-১৯
  • যোশিয়ের ভালো বন্ধু ছিল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যোশিয়ের ভালো বন্ধু ছিল
  • আপনার সন্তানকে শিক্ষা দিন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যোশিয় যা সঠিক, তা করাই বেছে নিয়েছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যোশিয় ঈশ্বরের ব্যবস্থা অনেক ভালোবাসতেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • নম্র যোশিয় যিহোবা তার উপর খুশি ছিলেন
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইস্রায়েলের শেষ ভালো রাজা
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
আপনার সন্তানকে শিক্ষা দিন
yc পাঠ ৮ পৃষ্ঠা ১৮-১৯
রাজা যোশিয় তার বধু যিরমিয়ের কথা শুনছন

পাঠ ৮

যোশিয়ের ভালো বন্ধু ছিল

তোমার কী মনে হয়, যা সঠিক তা করা কি কঠিন?— বেশিরভাগ লোক তা-ই মনে করে থাকে। বাইবেল আমাদের বলে যে, যোশিয় নামে একজন ছেলের পক্ষে যা সঠিক, তা করা বিশেষভাবে কঠিন ছিল। কিন্তু, তার ভালো বন্ধুবান্ধব ছিল, যারা তাকে সাহায্য করেছিলেন। এসো আমরা যোশিয় এবং তার বন্ধুদের সম্বন্ধে শিখি।

যোশিয়ের বাবার নাম ছিল আমোন, যিনি ছিলেন যিহূদার একজন রাজা। আমোন খুব মন্দ রাজা ছিলেন এবং প্রতিমাপূজা করতেন। তিনি যখন মারা গিয়েছিলেন, তখন যোশিয় যিহূদার রাজা হয়েছিলেন। কিন্তু, তার বয়স ছিল মাত্র আট বছর! তোমার কী মনে হয়, তিনি কি তার বাবার মতো মন্দ ছিলেন?— না, তিনি মন্দ ছিলেন না!

ভাববাদী সফনিয় যিহূদার লোকেদের যিহোবার বার্তা জানাচ্ছন

সফনিয় লোকেদের সাবধান করে দিয়েছিলেন, যেন তারা প্রতিমাপূজা না করে

এমনকী তার বয়স যখন কম ছিল, তখন থেকেই যোশিয় যিহোবার বাধ্য থাকতে চেয়েছিলেন। তাই, তিনি কেবল এমন লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা বেছে নিয়েছিলেন, যারা যিহোবাকে ভালোবাসতেন। আর তারা যোশিয়কে যা সঠিক, তা করার জন্য সাহায্য করেছিলেন। যোশিয়ের বন্ধুবান্ধবদের মধ্যে কয়েক জন কারা ছিলেন?

তার বন্ধুদের মধ্যে একজন ছিলেন সফনিয়। সফনিয় ছিলেন একজন ভাববাদী, যিনি যিহূদার লোকেদের সাবধান করে দিয়েছিলেন যে, তারা যদি প্রতিমাপূজা করে, তাহলে তাদের পরিণতি খারাপ হবে। যোশিয় সফনিয়ের কথা শুনেছিলেন এবং প্রতিমাপূজা না করে যিহোবার উপাসনা করেছিলেন।

যোশিয়ের আরেকজন বন্ধু ছিলেন যিরমিয়। তিনি প্রায় যোশিয়ের সমবয়সি ছিলেন এবং তারা পাশাপাশি জায়গায় থেকে বড়ো হয়েছিলেন। তারা এতটাই ভালো বন্ধু ছিল যে, যখন যোশিয় মারা গিয়েছিলেন, তখন যিরমিয় এক বিশেষ গান রচনা করেছিলেন, যেখানে তিনি যোশিয়কে হারানোর দুঃখ প্রকাশ করেছিলেন। যিরমিয় এবং যোশিয় পরস্পরকে যা সঠিক, তা করার এবং যিহোবার বাধ্য হওয়ার জন্য সাহায্য করতেন।

যোশিয় এবং যিরমিয় পরস্পরকে যা সঠিক, তা করার জন্য সাহায্য করতেন

যোশিয়ের উদাহরণ থেকে তুমি কী শিখতে পারো?— এমনকী যোশিয় যখন অনেক ছোটো ছিলেন, তখন থেকেই তিনি যা সঠিক, তা করতে চেয়েছিলেন। তিনি জানতেন যে, সেই লোকেদের সঙ্গে তার বন্ধুত্ব করা উচিত, যারা যিহোবাকে ভালোবাসে। তাই, লক্ষ রাখবে যেন তুমি এমন বন্ধুদের বাছাই করো, যারা যিহোবাকে ভালোবাসে এবং যারা তোমাকে যা সঠিক, তা করার জন্য সাহায্য করতে পারে!

তোমার বাইবেল থেকে পড়ো

  • ২ বংশাবলি ৩৩:২১-২৫; ৩৪:১, ২; ৩৫:২৫

প্রশ্ন:

  • যোশিয়ের বাবা কে ছিলেন? তিনি কি যা সঠিক, তা করতেন?

  • এমনকী যোশিয় যখন অনেক ছোটো ছিলেন, তখন থেকেই তিনি কী করতে চেয়েছিলেন?

  • যোশিয়ের দু-জন বন্ধুর নাম কী ছিল?

  • যোশিয়ের উদাহরণ থেকে তুমি কী শিখতে পারো?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার