ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • yc পাঠ ৯ পৃষ্ঠা ২০-২১
  • যিরমিয় যিহোবা সম্বন্ধে কথা বলা বন্ধ করেননি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিরমিয় যিহোবা সম্বন্ধে কথা বলা বন্ধ করেননি
  • আপনার সন্তানকে শিক্ষা দিন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা যিরমিয়কে প্রচার করার জন্য পাঠান
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিরমিয় তার কার্যভার পরিত্যাগ করেননি
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিরমিয়ের মতো সাহসী হোন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একজন নির্ভীক পুরুষ
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
আপনার সন্তানকে শিক্ষা দিন
yc পাঠ ৯ পৃষ্ঠা ২০-২১

পাঠ ৯

যিরমিয় যিহোবা সম্বন্ধে কথা বলা বন্ধ করেননি

যিরমিয়ের চারপাশে ক্রুদ্ধ জনতা

কেন লোকেরা যিরমিয়ের ওপর রেগে গিয়েছিল?

যিরমিয়কে কাদা-ভরতি একটা গর্ত থেকে টনে তোলা হচ্ছ

যিহোবা যিরমিয়কে রক্ষা করেছিলেন

মাঝে মাঝে আমরা যখন লোকেদের কাছে যিহোবা সম্বন্ধে কথা বলি, তখন তারা আমাদেরকে টিটকারি দেয় এবং আমাদের ওপর রেগে যায়। আর তখন আমরা হয়তো ঈশ্বর সম্বন্ধে কথা বলা বন্ধ করে দিতে চাই। তোমার বেলায় কি কখনো এইরকম হয়েছে?— বাইবেল আমাদেরকে এমন একজন যুবক সম্বন্ধে বলে, যিনি যিহোবাকে ভালোবাসতেন কিন্তু তাঁর সম্বন্ধে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিলেন। তার নাম ছিল যিরমিয়। এসো আমরা তার সম্বন্ধে আরও শিখি।

যিরমিয় যখন যুবক ছিলেন, তখন যিহোবা তাকে বলেছিলেন, যেন তিনি লোকেদেরকে মন্দ কাজগুলো বন্ধ করার জন্য সাবধান করেন। এই কাজটা যিরমিয়ের জন্য অনেক কঠিন ছিল এবং তিনি ভয় পেয়েছিলেন। তিনি যিহোবাকে বলেছিলেন: ‘আমি জানি না, আমাকে কী বলতে হবে। কারণ আমি বালক।’ কিন্তু, যিহোবা বলেছিলেন: ‘ভয় পেয়ো না। আমি তোমাকে সাহায্য করব।’

তাই, যিরমিয় লোকেদেরকে সাবধান করে দিতে শুরু করেছিলেন যে, তারা যদি পরিবর্তিত না হয়, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তোমার কী মনে হয়, লোকেরা কি যিরমিয়ের কথামতো কাজ করেছিল?— না। তারা তাকে টিটকারি দিয়েছিল অথবা তার ওপর অনেক রেগে গিয়েছিল। এমনকী কেউ কেউ তাকে মেরে ফেলতে চেয়েছিল! তোমার কী মনে হয়, যিরমিয়ের কেমন লেগেছিল?— তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন: ‘আমি আর যিহোবা সম্বন্ধে কথা বলব না।’ কিন্তু, আসলেই কি তিনি হাল ছেড়ে দিয়েছিলেন?— না, দেননি। তিনি যিহোবাকে এতটা ভালোবাসতেন যে, তিনি তাঁর সম্বন্ধে কথা বলা বন্ধ করতে পারেননি। আর যিরমিয় হাল ছেড়ে দেননি বলে যিহোবা তাকে সুরক্ষিত রেখেছিলেন।

উদাহরণ স্বরূপ, একবার কিছু খারাপ লোক যিরমিয়কে কাদা-ভরতি এক গভীর গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। তার কাছে কোনো খাবার অথবা জল ছিল না। সেই লোকেরা চেয়েছিল, যেন যিরমিয় সেখানে মারা যান। কিন্তু, যিহোবার সাহায্যে তিনি রক্ষা পেয়েছিলেন!

যিরমিয়ের উদাহরণ থেকে তুমি কী শিখতে পারো?— যদিও তিনি কখনো কখনো ভয় পেয়েছিলেন কিন্তু তিনি যিহোবা সম্বন্ধে কথা বলা বন্ধ করেননি। তুমি যখন যিহোবা সম্বন্ধে কথা বলো, তখন লোকেরা হয়তো তোমাকে টিটকারি দিতে পারে অথবা তোমার ওপর রেগে যেতে পারে। তুমি হয়তো অস্বস্তিবোধ করতে অথবা এমনকী ভয় পেতে পারো। কিন্তু, কখনো যিহোবা সম্বন্ধে কথা বলা বন্ধ কোরো না। তিনি সবসময় তোমাকে সাহায্য করবেন, যেমনটা তিনি যিরমিয়কে করেছিলেন।

তোমার বাইবেল থেক পড়ো

  • যিরমিয় ১:৪-৮; ২০:৭-৯; ২৬:৮-১৯, ২৪; ৩৮:৬-১৩

প্রশ্ন:

  • যিরমিয়কে যিহোবা কী করতে বলেছিলেন?

  • কেন যিরমিয় যিহোবা সম্বন্ধে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিলেন?

  • কীভাবে যিহোবা যিরমিয়কে সাহায্য করেছিলেন?

  • যিরমিয়ের উদাহরণ থেকে তুমি কী শিখেছ?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার