ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • yc পাঠ ১১ পৃষ্ঠা ২৪-২৫
  • তারা যিশুর বিষয়ে লিখেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তারা যিশুর বিষয়ে লিখেছিলেন
  • আপনার সন্তানকে শিক্ষা দিন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সেই লোকেরা যারা যিশু সম্বন্ধে লিখেছিল
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি প্রভুর কাছ থেকে ক্ষমা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • তিনি প্রভুর কাছ থেকে ক্ষমা করা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বাস, আচরণ ও প্রেম সম্বন্ধে পরামর্শ
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
আরও দেখুন
আপনার সন্তানকে শিক্ষা দিন
yc পাঠ ১১ পৃষ্ঠা ২৪-২৫
যারা যিশুর বিষয়ে লিখেছিলেন—মথি, মার্ক, লূক, যোহন, পিতর, যাকোব, যিহূদা এবং পৌল

পাঠ ১১

তারা যিশুর বিষয়ে লিখেছিলেন

তুমি কি ছবিতে এই লোকেদের দেখতে পাচ্ছো?— তাদের নাম হল মথি, মার্ক, লূক, যোহন, পিতর, যাকোব, যিহূদা এবং পৌল। তারা সবাই যিশুর সময়ে বাস করতেন এবং তারা যিশুর বিষয়ে লিখেছেন। এসো আমরা তাদের সম্বন্ধে আরও শিখি।

এই ব্যক্তিদের সম্বন্ধে তুমি কী জানো?

এদের মধ্যে তিন জন হলেন প্রেরিত, যারা যিশুর সঙ্গে প্রচার করেছেন। তুমি কি জানো, সেই তিন জন কারা?— মথি, যোহন এবং পিতর। প্রেরিত মথি এবং যোহন যিশুকে ভালো করে জানতেন এবং তারা দু-জনেই যিশুর জীবন সম্বন্ধে একটা করে বই লিখেছেন। এ ছাড়া, প্রেরিত যোহন প্রকাশিত বাক্য নামে একটা বই ও সেইসঙ্গে তিনটে চিঠি লিখেছেন, যেগুলোকে প্রথম যোহন, দ্বিতীয় যোহন এবং তৃতীয় যোহন বলা হয়। প্রেরিত পিতর দুটো চিঠি লিখেছেন, যেগুলো বাইবেলে রয়েছে। সেগুলোকে প্রথম পিতর এবং দ্বিতীয় পিতর বলা হয়। দ্বিতীয় চিঠিতে পিতর সেই সময় সম্বন্ধে লিখেছেন, যখন যিহোবা স্বর্গ থেকে যিশু সম্বন্ধে এই কথাগুলো বলেছিলেন: ‘ইনি আমার পুত্র। আমি তাঁকে ভালোবাসি এবং তাঁকে নিয়ে আমি গর্বিত।’

এই ছবির অন্যান্য ব্যক্তিও যে-বইগুলো লিখেছেন, সেগুলো আমাদেরকে যিশু সম্বন্ধে শিক্ষা দেয়। তাদের মধ্যে একজন হলেন মার্ক। যিশুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন তিনি হয়তো সেখানে ছিলেন এবং সমস্ত কিছু দেখেছিলেন। আরেকজন হলেন লূক। তিনি ছিলেন একজন ডাক্তার এবং সম্ভবত যিশু মারা যাওয়ার পর খ্রিস্টান হয়েছিলেন।

এই ছবিতে আরও যে-দুই জন লেখককে দেখা যাচ্ছে, তারা হলেন যিশুর ছোটো ভাই। তুমি কি তাদের নাম জানো?— তাদের নাম হল যাকোব এবং যিহূদা। প্রথমে, তারা যিশুর ওপর বিশ্বাস করেননি। তারা এমনকী তাঁকে পাগল বলে মনে করেছিলেন। কিন্তু, পরে তারা যিশুর ওপর বিশ্বাস করেন এবং খ্রিস্টান হন।

শেষ যে-বাইবেল লেখককে তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ, তিনি হলেন পৌল। খ্রিস্টান হওয়ার আগে তার নাম ছিল শৌল। তিনি খ্রিস্টানদের ঘৃণা করতেন এবং তাদের প্রতি অনেক নির্দয় আচরণ করতেন। তুমি কি জানো, কেন পৌল একজন খ্রিস্টান হয়েছিলেন?— একদিন পৌল যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে তিনি স্বর্গ থেকে একজনকে কথা বলতে শোনেন। তিনি ছিলেন যিশু! তিনি পৌলকে জিজ্ঞেস করেছিলেন: ‘যারা আমাকে বিশ্বাস করে, তাদের প্রতি কেন তুমি এত নির্দয় আচরণ করছ?’ এরপর পৌল নিজেকে পরিবর্তন করেন এবং একজন খ্রিস্টান হন। রোমীয় থেকে ইব্রীয় পর্যন্ত পৌল বাইবেলের ১৪টি বই লিখেছেন।

আমরা প্রতিদিন বাইবেল পড়ি, তাই না?— বাইবেল পড়ার মাধ্যমে আমরা যিশুর বিষয়ে অনেক কিছু শিখতে পারি। তুমি কি যিশুর বিষয়ে আরও শিখতে চাও?—

তোমার বাইবেল থেকে পড়ো

  • ২ পিতর ১:১৬-১৮

  • মার্ক ৩:২১; ১৪:৫১

  • যিহূদা ১

  • প্রেরিত ৯:১-১৮

প্রশ্ন:

  • যিশুর কোন প্রেরিতরা তাঁর সম্বন্ধে লিখেছেন?

  • কোন দু-জন বাইবেল লেখক যিশুর ভাই ছিলেন?

  • কীভাবে পৌল একজন খ্রিস্টান হয়েছিলেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার