পাঠ ১৪
এক রাজ্য, যা পুরো পৃথিবীর ওপর শাসন করবে
তুমি কি বলতে পারো, আমরা কোন রাজ্য সম্বন্ধে বলছি?— হ্যাঁ, এটা হল ঈশ্বরের রাজ্য, যে-রাজ্য পৃথিবীকে এক পরমদেশে পরিণত করবে। তুমি কি এই রাজ্য সম্বন্ধে আরও শিখতে চাও?—
প্রত্যেক রাজ্যেরই একজন রাজা থাকে। আর রাজা তার এলাকার লোকেদের ওপর শাসন করেন। তুমি কি জানো, ঈশ্বরের রাজ্যের রাজা কে?— তিনি হলেন যিশু খ্রিস্ট। তিনি স্বর্গে থাকেন। খুব তাড়াতাড়ি তিনি পৃথিবীর প্রত্যেকের ওপর রাজা হবেন! তোমার কী মনে হয়, যিশু যখন পুরো পৃথিবীর ওপর রাজা হবেন, তখন আমরা কি সুখী হব?—
পরমদেশে গিয়ে তুমি কী করার জন্য অপেক্ষা করে রয়েছ?
আমরা সবাই সুখী হব! পরমদেশে আমরা আর লড়াই কিংবা যুদ্ধ করব না। প্রত্যেকেই একে অপরকে ভালোবাসবে। কেউ অসুস্থ হবে না কিংবা মারা যাবে না। অন্ধ লোকেরা দেখতে পাবে, বধির লোকেরা শুনতে পাবে আর যারা হাঁটতে পারে না, তারা দৌড়াতে এবং লাফাতে পারবে। সকলের কাছে প্রচুর খাবার থাকবে। পশুপাখিরা একে অপরের ও সেইসঙ্গে আমাদের বন্ধু হবে। যে-লোকেরা মারা গিয়েছে, তারা আবার বেঁচে উঠবে। তোমরা এই ব্রোশার থেকে অনেক পুরুষ ও নারী সম্বন্ধে শিখেছ আর তারাও বেঁচে উঠবেন যেমন, রিবিকা, রাহব, দায়ূদ ও এলিয়! তারা যখন বেঁচে উঠবেন, তখন তুমি কি তাদের সঙ্গে দেখা করতে চাও?—
যিহোবা তোমাকে ভালোবাসেন আর তিনি চান যেন তুমি সুখী হও। তুমি যদি যিহোবা সম্বন্ধে শিখতে থাকো এবং তাঁর বাধ্য হও, তাহলে তুমি এক সুন্দর পরমদেশে চিরকাল বেঁচে থাকতে পারবে! তুমি কি তা-ই চাও?—