গান ১৪৯
মুক্তির মূল্যের জন্য কৃতজ্ঞ
ঈ-শ্বর যি-হো-বা, তো-মার প্রেম সর্-ব-ম-হান,
অ-তি-মূ-ল্য দি-য়ে কর-লে মো-দের প-রি-ত্রাণ।
নিজ প্রি-য় পু-ত্র-কে কর-লে যে স-মর্-পণ,
তো-মার অ-তু-ল্য ত্যাগ-স্বী-কার দেখ-ল এই ভু-বন।
(কোরাস )
নিজ পু-ত্রের অ-মূ-ল্য রক্-ত,
দি-লে মো-দের কর-তে মুক্-ত ।
থাক-ব মো-রা তাই তো-মার কা-ছে চি-র-কৃ-ত-জ্ঞ ।
যি-শু মো-দের ভা-লো-বে-সে-ছি-লেন ব-লে,
তি-নি স্বেচ্-ছায় সিদ্-ধ প্রাণ দি-য়ে-ছি-লেন ঢে-লে।
তাঁর আ-সার আ-গে মো-রা ছি-লাম অ-স-হায়,
এ-খন আ-ছি মো-রা তাই জী-ব-নের প্র-ত্যা-শায়।
(কোরাস )
নিজ পু-ত্রের অ-মূ-ল্য রক্-ত,
দি-লে মো-দের কর-তে মুক্-ত ।
থাক-ব মো-রা তাই তো-মার কা-ছে চি-র-কৃ-ত-জ্ঞ ।
( আরও দেখুন, ইব্রীয় ৯:১৩, ১৪; ১ পিতর ১:১৮, ১৯.)