পাঠ ৮
অব্রাহাম ও সারা ঈশ্বরের বাধ্য হন
বাবিল নগরের কাছাকাছি একটা নগরের নাম ছিল ঊর। সেখানকার লোকেরা মিথ্যা দেব-দেবীর উপাসনা করত। কিন্তু, সেখানে এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি কেবল যিহোবারই উপাসনা করতেন। তার নাম ছিল অব্রাহাম।
যিহোবা অব্রাহামকে বলেন: ‘তুমি তোমার বাড়িঘর এবং আত্মীয়স্বজন ছেড়ে, আমি তোমাকে যে-দেশ দেখাব, সেখানে যাও।’ এরপর ঈশ্বর প্রতিজ্ঞা করেন: ‘আমি তোমার কাছ থেকে খুব বড়ো এক জাতি তৈরি করব। আর তোমার বিশ্বস্ততার কারণে আমি পৃথিবীর সমস্ত জায়গায় অনেক লোকের জন্য ভালো ভালো কাজ করব।’
অব্রাহাম জানতেন না, যিহোবা তাকে কোথায় পাঠাচ্ছেন। তবে, তিনি পুরোপুরিভাবে যিহোবার উপর নির্ভর করতেন। তাই, অব্রাহাম, তার স্ত্রী সারা, তার বাবা তেরহ এবং তার ভাইপো লোট তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং যিহোবার কথার বাধ্য হয়ে দীর্ঘযাত্রা শুরু করে।
অব্রাহাম এবং তার পরিবারকে যিহোবা যে-দেশে নিয়ে যেতে চেয়েছিলেন, তারা অবশেষে সেই দেশে এসে পৌঁছায়। সেইসময় অব্রাহামের বয়স ছিল ৭৫ বছর। তারা যেখানে এসেছিলেন, সেই দেশের নাম হল কনান। সেখানে যিহোবা অব্রাহামের সঙ্গে কথা বলেন এবং এই প্রতিজ্ঞা করেন: ‘তুমি তোমার চারিদিকে যে-সমস্ত দেশ দেখতে পাচ্ছ, সেগুলো আমি তোমার সন্তানদের দেব।’ কিন্তু, অব্রাহাম ও সারা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর তাদের কোনো সন্তান ছিল না। তা হলে, যিহোবা অব্রাহামের কাছে যে-প্রতিজ্ঞা করেছিলেন, সেটা তিনি কীভাবে পূরণ করবেন?
“বিশ্বাসের কারণেই অব্রাহাম, . . . বাধ্যতা দেখিয়ে সেই স্থানে গিয়েছিলেন, যা উত্তরাধিকার হিসেবে তার পাওয়ার কথা ছিল; তিনি কোথায় যাচ্ছেন, তা না জানা সত্ত্বেও তিনি রওনা হয়েছিলেন।”—ইব্রীয় ১১:৮