ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৮ পৃষ্ঠা ২৬-পৃষ্ঠা ২৭ অনু. ১
  • অব্রাহাম ও সারা ঈশ্বরের বাধ্য হন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অব্রাহাম ও সারা ঈশ্বরের বাধ্য হন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অব্রাহাম—ঈশ্বরের বন্ধু
    আমার বাইবেলের গল্পের বই
  • অব্রাহাম এবং সারা—আপনি তাদের বিশ্বাস অনুকরণ করতে পারেন!
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা তাকে “আমার বন্ধু” বলেছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৮ পৃষ্ঠা ২৬-পৃষ্ঠা ২৭ অনু. ১
অব্রাহাম ও সারা ঊরে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছেন

পাঠ ৮

অব্রাহাম ও সারা ঈশ্বরের বাধ্য হন

বাবিল নগরের কাছাকাছি একটা নগরের নাম ছিল ঊর। সেখানকার লোকেরা মিথ্যা দেব-দেবীর উপাসনা করত। কিন্তু, সেখানে এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি কেবল যিহোবারই উপাসনা করতেন। তার নাম ছিল অব্রাহাম।

যিহোবা অব্রাহামকে বলেন: ‘তুমি তোমার বাড়িঘর এবং আত্মীয়স্বজন ছেড়ে, আমি তোমাকে যে-দেশ দেখাব, সেখানে যাও।’ এরপর ঈশ্বর প্রতিজ্ঞা করেন: ‘আমি তোমার কাছ থেকে খুব বড়ো এক জাতি তৈরি করব। আর তোমার বিশ্বস্ততার কারণে আমি পৃথিবীর সমস্ত জায়গায় অনেক লোকের জন্য ভালো ভালো কাজ করব।’

অব্রাহাম জানতেন না, যিহোবা তাকে কোথায় পাঠাচ্ছেন। তবে, তিনি পুরোপুরিভাবে যিহোবার উপর নির্ভর করতেন। তাই, অব্রাহাম, তার স্ত্রী সারা, তার বাবা তেরহ এবং তার ভাইপো লোট তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং যিহোবার কথার বাধ্য হয়ে দীর্ঘযাত্রা শুরু করে।

অব্রাহাম এবং তার পরিবারকে যিহোবা যে-দেশে নিয়ে যেতে চেয়েছিলেন, তারা অবশেষে সেই দেশে এসে পৌঁছায়। সেইসময় অব্রাহামের বয়স ছিল ৭৫ বছর। তারা যেখানে এসেছিলেন, সেই দেশের নাম হল কনান। সেখানে যিহোবা অব্রাহামের সঙ্গে কথা বলেন এবং এই প্রতিজ্ঞা করেন: ‘তুমি তোমার চারিদিকে যে-সমস্ত দেশ দেখতে পাচ্ছ, সেগুলো আমি তোমার সন্তানদের দেব।’ কিন্তু, অব্রাহাম ও সারা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর তাদের কোনো সন্তান ছিল না। তা হলে, যিহোবা অব্রাহামের কাছে যে-প্রতিজ্ঞা করেছিলেন, সেটা তিনি কীভাবে পূরণ করবেন?

অব্রাহাম ও সারা ঊরে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছেন

“বিশ্বাসের কারণেই অব্রাহাম, . . . বাধ্যতা দেখিয়ে সেই স্থানে গিয়েছিলেন, যা উত্তরাধিকার হিসেবে তার পাওয়ার কথা ছিল; তিনি কোথায় যাচ্ছেন, তা না জানা সত্ত্বেও তিনি রওনা হয়েছিলেন।”—ইব্রীয় ১১:৮

প্রশ্ন: যিহোবা অব্রাহামকে কী করতে বলেছিলেন? যিহোবা অব্রাহামের কাছে কোন প্রতিজ্ঞা করেছিলেন?

আদিপুস্তক ১১:২৯–১২:৯; প্রেরিত ৭:২-৪; গালাতীয় ৩:৬; ইব্রীয় ১১:৮

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার