পাঠ ২২
লোহিত সাগরের কাছে অলৌকিক কাজ
ফরৌণ যখনই শোনেন যে, ইজরায়েলীয়েরা মিশর ছেড়ে চলে গিয়েছে, তখনই তিনি এইরকম চিন্তা করে রেগে যান যে, কেন তিনি তাদের যেতে দিয়েছেন। তিনি তার সেনাবাহিনীকে এই আদেশ দেন: ‘সবাই যুদ্ধরথ প্রস্তুত করো। আমরা তাদের পিছু ধাওয়া করব! আমরা কোনোভাবেই ওদের যেতে দেব না।’ এরপর ফরৌণ এবং তার লোকেরা ইজরায়েলীয়দের পিছু ধাওয়া করতে শুরু করে।
যিহোবা তাঁর লোকদের দিনের বেলায় মেঘস্তম্ভ এবং রাতের বেলায় অগ্নিস্তম্ভ ব্যবহার করে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের লোহিত সাগরের কাছে নিয়ে যান আর সেখানে তাদের তাঁবু খাটাতে বলেন।
পরে, ইজরায়েলীয়েরা দেখে যে, ফরৌণ তার সেনাবাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। তারা ফাঁদে পড়ে যায়, কারণ তাদের সামনে লোহিত সাগর আর পিছনে মিশরীয় সেনাবাহিনী। তারা জোরে জোরে কাঁদতে থাকে এবং মোশিকে বলে: ‘কেন তুমি আমাদের মিশর থেকে বের করে এনেছ? এখন দেখো, আমরা সবাই মারা যাব!’ কিন্তু, মোশি বলেন: ‘ভয় পেয়ো না। শুধু দেখো, যিহোবা কীভাবে আমাদের রক্ষা করেন।’ যিহোবার উপর মোশির কত আস্থা ছিল, তাই না?
যিহোবা ইজরায়েলীয়দের বলেন, তারা যেন তাদের তাঁবু গুটিয়ে নেয়। সেই রাতে যিহোবা মেঘস্তম্ভ সরিয়ে মিশরীয়দের ও ইজরায়েলীয়দের মাঝখানে রাখেন। এর ফলে, মিশরীয়দের দিকে অন্ধকার হয়ে যায় আর ইজরায়েলীয়দের দিকে আলো থাকে।
পরে, যিহোবা মোশিকে বলেন, যেন তিনি সাগরের উপর তার হাত বাড়ান। এরপর যিহোবা সারারাত ধরে জোরে বাতাস বইয়ে সাগরের জল দু-ভাগ করে দেন। এর ফলে, মাঝখানে একটা শুকনো পথ তৈরি হয়। লক্ষ লক্ষ ইজরায়েলীয় সেই শুকনো পথ ধরে হাঁটতে শুরু করে আর তাদের দু-পাশে জল দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে।
ফরৌণের সৈন্যেরা ইজরায়েলীয়দের পিছু ধাওয়া করতে করতে সেই শুকনো পথে চলে আসে। এরপর, যিহোবা সৈন্যদের বিভ্রান্ত করে দেন। তাদের রথের চাকাগুলো খুলে যেতে শুরু করে। সৈন্যেরা চিৎকার করে একে অপরকে বলে: ‘চলো, পালাই এখান থেকে! যিহোবা তাদের হয়ে লড়াই করছেন।’
যিহোবা মোশিকে বলেন: ‘তুমি তোমার হাত সাগরের উপর বাড়াও।’ সঙ্গেসঙ্গে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকা জল মিশরীয় সৈন্যদের উপর এসে পড়ে। এর ফলে, ফরৌণ এবং তার সমস্ত লোক মারা যায়। তাদের মধ্যে এক জনও রক্ষা পায় না।
সাগরের ওপারে থাকা লোকদের সেই বিরাট দল ঈশ্বরের প্রশংসায় এই গান করে: ‘যিহোবার উদ্দেশে গান করো, কারণ তিনি অনেক মহিমান্বিত হয়েছেন। তিনি ঘোড়া এবং ঘোড়সওয়ারদের সাগরের জলে ফেলে দিয়েছেন।’ লোকেরা যখন গান করছিল, তখন মহিলারা নাচতে থাকে এবং খঞ্জনি বাজাতে থাকে। তারা সবাই খুবই আনন্দিত ছিল কারণ এখন তারা মুক্ত হয়ে গিয়েছে।
“অতএব, আমরা পূর্ণ আস্থা সহকারে বলতে পারি: ‘যিহোবা আমার সাহায্যকারী; আমি ভয় করব না। মানুষ আমার কীই-বা করতে পারে?’”—ইব্রীয় ১৩:৬