পাঠ ২৫
উপাসনার জন্য এক পবিত্র তাঁবু
মোশি যখন সীনয় পর্বতের উপরে ছিলেন, তখন যিহোবা তাকে একটা বিশেষ তাঁবু তৈরি করতে বলেন। এটাকে পবিত্র তাঁবু বলা হবে আর সেখানে এসে ইজরায়েলীয়েরা যিহোবার উপাসনা করতে পারবে। তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তখন তারা এই তাঁবু বয়ে নিয়ে যেতে পারবে।
যিহোবা বলেন: ‘পবিত্র তাঁবু তৈরি করতে সাহায্য করার জন্য লোকেরা যা-কিছু দিতে পারবে, তা তাদের দিতে বলো।’ ইজরায়েলীয়েরা সোনা, রুপো, তামা, মূল্যবান রত্ন এবং গয়না দেয়। এ ছাড়া, তারা উল, মিহি সুতোর কাপড়, পশুর চামড়া এবং আরও অনেক জিনিস দেয়। তারা এত জিনিস নিয়ে আসে যে, মোশি তাদের বলেন: ‘আমাদের কাছে এখন যথেষ্ট আছে! তোমরা আর কিছু নিয়ে এসো না।’
অনেক দক্ষ পুরুষ ও নারী তাঁবু তৈরি করতে সাহায্য করে। যিহোবা এই কাজের জন্য তাদের প্রজ্ঞা দেন। কেউ সুতো তৈরি করে, কেউ সেই সুতো দিয়ে কাপড় তৈরি করে আবার কেউ সেই কাপড়ের উপর নকশা করে। কেউ কেউ আবার রত্ন লাগানোর এবং সেইসঙ্গে সোনা দিয়ে বিভিন্ন কাজ করে আর কাঠ খোদাই করে বিভিন্ন জিনিস তৈরি করে।
লোকেরা পবিত্র তাঁবু ঠিক সেভাবে তৈরি করে, যেভাবে যিহোবা তাদের বলেছিলেন। তারা একটা সুন্দর পর্দা তৈরি করে, যাতে সেটা পবিত্র স্থান ও মহাপবিত্র স্থানের মাঝখানে লাগাতে পারে। মহাপবিত্র স্থানে চুক্তির সিন্দুক ছিল, যেটা বাবলা গাছের কাঠ এবং সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। পবিত্র স্থানে একটা সোনার দীপবৃক্ষ, একটা টেবিল এবং ধূপ জ্বালানোর জন্য একটা বেদি ছিল। প্রাঙ্গণে তামার এক বড়ো পাত্র আর একটা বড়ো বেদি ছিল। চুক্তির সিন্দুক ইজরায়েলীয়দের এটা মনে করিয়ে দিত যে, তারা যিহোবার আজ্ঞা পালন করার প্রতিজ্ঞা করেছে। তুমি কি জানো, চুক্তি মানে কী? এর মানে হল, এক বিশেষ প্রতিজ্ঞা।
যিহোবা হারোণ এবং তার ছেলেদের পবিত্র তাঁবুতে যাজক হিসেবে কাজ করার জন্য বেছে নিয়েছিলেন। তাদের কাজ ছিল তাঁবুর দেখাশোনা করা এবং যিহোবার উদ্দেশে বলি উৎসর্গ করা। যেহেতু হারোণ মহাযাজক ছিলেন, তাই কেবল তিনিই মহাপবিত্র স্থানে যেতে পারতেন। তিনি বছরে এক বার সেখানে যেতেন। সেখানে তিনি তার নিজের, তার পরিবারের এবং পুরো ইজরায়েল জাতির পাপের ক্ষমা লাভ করার জন্য বলি উৎসর্গ করতেন।
মিশর থেকে বের হয়ে আসার এক বছর পর ইজরায়েলীয়েরা পবিত্র তাঁবু তৈরি করার কাজ শেষ করে। এখন যিহোবার উপাসনা করার জন্য তাদের কাছে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে।
যিহোবা এই পবিত্র তাঁবু তাঁর মহিমায় পূর্ণ করেছিলেন এবং তাঁবুর উপরে একটা মেঘস্তম্ভ রেখেছিলেন। যতক্ষণ তাঁবুর উপরে মেঘস্তম্ভ থাকত, ততক্ষণ ইজরায়েলীয়েরা শিবিরের মধ্যেই থাকত। কিন্তু, যখন মেঘস্তম্ভ সরে যেত, তখন তারা বুঝতে পারত যে, তাদের সেখান থেকে অন্য জায়গায় যেতে হবে। তারা পবিত্র তাঁবু গুটিয়ে নিত এবং মেঘস্তম্ভের পিছন পিছন যেত।
“এরপর আমি সিংহাসন থেকে এই উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম: ‘দেখো! মানুষের মাঝে ঈশ্বরের তাঁবু আর তিনি তাদের সঙ্গে বাস করবেন এবং তারা তাঁর লোক হবে। আর ঈশ্বর নিজে তাদের সঙ্গে থাকবেন।’”—প্রকাশিত বাক্য ২১:৩