ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ২৯ পৃষ্ঠা ৭৪-পৃষ্ঠা ৭৫ অনু. ২
  • যিহোবা যিহোশূয়কে বেছে নেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা যিহোশূয়কে বেছে নেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোশূয় নেতা হন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোশূয় যা মনে রেখেছিলেন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোশূয়ের পুস্তকের প্রধান বিষয়গুলো
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যর্দন নদী পার হওয়া
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ২৯ পৃষ্ঠা ৭৪-পৃষ্ঠা ৭৫ অনু. ২
যাজকেরা চুক্তির সিন্দুক বহন করে জর্ডন নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছে

পাঠ ২৯

যিহোবা যিহোশূয়কে বেছে নেন

যিহোশূয় ব্যবস্থা পড়ছেন

মোশি অনেক বছর ধরে ইজরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। এখন তিনি তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন। যিহোবা তাকে বলেন: ‘তুমি ইজরায়েলীয়দের প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাবে না। তবে, আমি তোমাকে সেই দেশ দেখার সুযোগ দেব।’ এরপর মোশি যিহোবাকে বলেন, যেন তিনি লোকদের দেখাশোনা করার জন্য একজন নতুন ব্যক্তিকে বাছাই করেন। যিহোবা তাকে বলেন: ‘যিহোশূয়ের কাছে যাও আর তাকে বলো যে, আমি তাকে বাছাই করেছি।’

মোশি ইজরায়েলীয়দের বলেন যে, তিনি আর বেশি দিন বাঁচবেন না। মোশি এও বলেন, যিহোবা যিহোশূয়কে বেছে নিয়েছেন, যাতে তিনি তাদের প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে পারেন। এরপর মোশি যিহোশূয়কে বলেন: ‘ভয় পেয়ো না। যিহোবা তোমাকে সাহায্য করবেন।’ পরে, মোশি নবো পর্বতের চূড়ায় ওঠেন। সেখান থেকে যিহোবা তাকে সেই দেশ দেখান, যেটার বিষয়ে তিনি অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। এরপর, মোশি ১২০ বছর বয়সে মারা যান।

মোশি, যাজক ও অন্য পুরুষদের সামনে যিহোশূয়কে নেতা হিসেবে নিযুক্ত করা হচ্ছে

যিহোবা যিহোশূয়কে বলেন: ‘জর্ডন নদী পার হয়ে কনান দেশে যাও। আমি তোমাকে সাহায্য করব, ঠিক যেমন আমি মোশিকে সাহায্য করেছিলাম। তুমি প্রতিদিন আমার ব্যবস্থা পোড়ো। ভয় পেয়ো না। সাহসী হও। যাও, আমি তোমাকে যে-আদেশ দিয়েছি, তা পালন করো।’

যিহোশূয় দু-জন গুপ্তচরকে যিরীহো নগরে পাঠান। সেখানে কী ঘটেছিল, সেই বিষয়ে পরের পাঠে আমরা আরও জানতে পারব। গুপ্তচরেরা ফিরে এসে যিহোশূয়কে বলেন যে, কনান দেশে যাওয়ার জন্য এটাই হল সবচেয়ে ভালো সময়। পরের দিন, যিহোশূয় ইজরায়েলীয়দের বলেন, তারা যেন নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। তারপর, তিনি সেই যাজকদের সবার আগে জর্ডন নদীর কাছে যেতে বলেন, যারা চুক্তির সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল। নদীতে জল একেবারে উপচে পড়ছিল। কিন্তু, যাজকেরা জলে পা রাখামাত্রই বয়ে চলা নদীর জল থেমে যায় আর তারা যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানকার জল শুকিয়ে যায়! যাজকেরা হেঁটে নদীর মাঝখানে যায় আর সেই শুকনো মাটিতে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না পুরো ইজরায়েল জাতি নদী পার হয়। তোমার কি মনে হয়, এই অলৌকিক কাজটা দেখে তাদের কি লোহিত সাগরে করা যিহোবার অলৌকিক কাজের কথা মনে পড়েছিল?

অবশেষে, অনেক বছর পর ইজরায়েলীয়েরা প্রতিজ্ঞাত দেশে পৌঁছায়। এখন তারা সেখানে বাড়ি ও নগর তৈরি করতে পারবে। তারা চাষবাস করতে পারবে, আঙুরের খেত তৈরি করতে পারবে আর সেইসঙ্গে অন্যান্য ফলের গাছ লাগাতে পারবে। এটা সত্যিই এমন এক দেশ ছিল, যেখানে দুধ ও মধু বয়ে যেত।

“যিহোবা সবসময় তোমার আগে আগে যাবেন, তিনি এমনকী শুষ্ক ভূমিতেও তোমাকে পরিতৃপ্ত করবেন।”—যিশাইয় ৫৮:১১, NW

প্রশ্ন: মোশির মৃত্যুর পর কে ইজরায়েলীয়দের নেতা হয়েছিলেন? জর্ডন নদীর কাছে কী হয়েছিল?

গণনাপুস্তক ২৭:১২-২৩; দ্বিতীয় বিবরণ ৩১:১-৮; ৩৪:১-১২; যিহোশূয়ের পুস্তক ১:১–৩:১৭

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার