পাঠ ৩১
যিহোশূয় ও গিবিয়োনীয়েরা
যিরীহো নগর ধ্বংসের খবর কনানের অন্যান্য জাতির কাছে ছড়িয়ে পড়ে। তাদের রাজারা সিদ্ধান্ত নেয় যে, তারা একসঙ্গে মিলে ইজরায়েলীয়দের বিরুদ্ধে লড়াই করবে। তবে, গিবিয়োনীয়েরা ভিন্ন কিছু করার পরিকল্পনা করে। তারা ছেঁড়া জুতো এবং পুরোনো ছেঁড়া পোশাক পরে যিহোশূয়ের কাছে আসে এবং তাকে বলে: ‘আমরা অনেক দূর দেশ থেকে এসেছি। আমরা যিহোবা সম্বন্ধে শুনেছি আর তিনি মিশরে ও মোয়াবে আপনাদের জন্য কী কী করেছেন, সেটাও শুনেছি। আমাদের কাছে প্রতিজ্ঞা করুন যে, আপনি আমাদের আক্রমণ করবেন না। আর আমরা আপনাদের দাস হয়ে থাকব।’
যিহোশূয় তাদের কথা বিশ্বাস করেন এবং প্রতিজ্ঞা করেন যে, তিনি তাদের উপর আক্রমণ করবেন না। তবে, তিন দিন পর যিহোশূয় জানতে পারেন যে, তারা অনেক দূর দেশ থেকে আসেনি। বরং, তারা কনান দেশেই বাস করত। যিহোশূয় গিবিয়োনীয়দের জিজ্ঞেস করেন: ‘কেন তোমরা আমার কাছে মিথ্যা কথা বলেছ?’ তারা বলে: ‘আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম! আমরা জানতে পেরেছিলাম, আপনার ঈশ্বর যিহোবা আপনাদের পক্ষে লড়াই করছেন। দয়া করে আমাদের মেরে ফেলবেন না।’ যিহোশূয় তার প্রতিজ্ঞা রাখেন এবং গিবিয়োনীয়দের আর হত্যা করেন না।
পরে, পাঁচ জন কনানীয় রাজা তাদের সেনাবাহিনী নিয়ে গিবিয়োনীয়দের হুমকি দেন আর এরপর তাদের আক্রমণ করতে আসেন। যিহোশূয় এবং তার সেনাবাহিনী গিবিয়োনীয়দের রক্ষা করার জন্য সারারাত ধরে যাত্রা করে। পরের দিন ভোর বেলায় কনানীয়দের ও ইজরায়েলীয়দের মধ্যে লড়াই শুরু হয়। কনানীয়েরা এদিক-ওদিক পালাতে শুরু করে। তবে, তারা যেখানেই পালিয়ে গিয়েছিল, যিহোবা সেখানেই তাদের উপর বড়ো বড়ো শিলা বর্ষণ করেছিলেন। এরপর, যিহোশূয় যিহোবাকে বলেন, তিনি যেন সূর্যকে স্থির করে দেন। সূর্য এর আগে কখনো স্থির হয়নি, তা হলে কেন যিহোশূয় যিহোবাকে এমনটা করতে বলেন? কারণ যিহোবার উপর তার আস্থা ছিল। সূর্য পুরো এক দিন অস্ত যায়নি। এটা ততক্ষণ পর্যন্ত থেমে থাকে, যতক্ষণ না ইজরায়েলীয়েরা কনানীয় রাজা এবং তাদের সেনাবাহিনীকে পরাজিত করে।
“তোমার ‘হ্যাঁ’ যেন হ্যাঁ হয় এবং ‘না’ যেন না হয়, কারণ এর অতিরিক্ত যা-কিছু বলা হয়, তা শয়তানের কাছ থেকে আসে।”—মথি ৫:৩৭