পাঠ ৪০
দায়ূদ ও গলিয়াৎ
যিহোবা শমূয়েলকে বলেন: ‘তুমি যিশয়ের বাড়িতে যাও। তার ছেলেদের মধ্যে একজন ইজরায়েলের পরবর্তী রাজা হবে।’ শমূয়েল যিশয়ের বাড়িতে যান। তিনি যখন যিশয়ের সবচেয়ে বড়ো ছেলেকে দেখেন, তখন তিনি ভাবেন: ‘এই যুবকই নিশ্চয়ই সেই ব্যক্তি।’ কিন্তু, যিহোবা শমূয়েলকে বলেন যে, এ সেই ব্যক্তি নয়। যিহোবা বলেন: ‘আমি একজন ব্যক্তির বাইরের চেহারা দেখি না, কিন্তু তার হৃদয় দেখি।’
যিশয় তার ছয় ছেলেকে শমূয়েলের সামনে নিয়ে আসেন। কিন্তু, শমূয়েল বলেন: ‘যিহোবা এদের মধ্যে কাউকেই বেছে নেননি। তোমার কি আর কোনো ছেলে রয়েছে?’ যিশয় বলেন: ‘হ্যাঁ, আমার আরেকটি ছেলে রয়েছে। ও সবার ছোটো আর ওর নাম দায়ূদ। ও আমার মেষ চরাতে গিয়েছে।’ দায়ূদ যখন ভিতরে আসেন, তখন যিহোবা শমূয়েলকে বলেন: ‘আমি এ-কেই বেছে নিয়েছি!’ শমূয়েল দায়ূদের মাথায় তেল ঢেলে দেন আর এভাবে তাকে ইজরায়েলের পরবর্তী রাজা হিসেবে অভিষেক করেন।
কিছুসময় পর, ইজরায়েলীয়েরা পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য একত্রিত হয়। গলিয়াৎ নামে পলেষ্টীয়দের একজন বীরযোদ্ধা ছিলেন, যিনি দেখতে দৈত্যের মতো ছিলেন। প্রতিদিন গলিয়াৎ ইজরায়েলীয়দের টিটকারি দিতেন। তিনি চিৎকার করে বলতেন: ‘তোমাদের কোনো পুরুষকে আমার সঙ্গে লড়াই করার জন্য আমার কাছে পাঠাও। সে যদি জয়ী হয়, তা হলে আমরা তোমাদের দাস হব। কিন্তু, যদি আমি জয়ী হই, তা হলে তোমরা আমাদের দাস হবে।’
দায়ূদ তার দাদাদের জন্য খাবার নিয়ে ইজরায়েলের সেনাশিবিরে আসেন। তার দাদারা সৈন্য ছিল। তিনি গলিয়াৎকে টিটকারি দিতে দেখে এই কথা বলেন: ‘আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করব!’ এই কথা শুনে রাজা শৌল বলেন: ‘কিন্তু, তুমি তো একটা বাচ্চা।’ দায়ূদ উত্তর দেন: ‘যিহোবা আমাকে সাহায্য করবেন।’
শৌল তার নিজের যুদ্ধের পোশাক দায়ূদকে পরান। কিন্তু, দায়ূদ বলেন: ‘আমি এই পোশাক পরে যুদ্ধ করতে পারব না।’ দায়ূদ তার ফিঙে নিয়ে জলের স্রোতের কাছে যান। সেখান থেকে তিনি পাঁচটা মসৃণ পাথর বেছে নিয়ে নিজের থলিতে রাখেন। এরপর দায়ূদ দৌড়ে গলিয়াতের কাছে যান। তাকে দেখে গলিয়াৎ চিৎকার করে বলেন: ‘আয়, এগিয়ে আয়। আমি তোর মাংস আকাশের পাখিদের এবং বনের পশুদের খাওয়াব।’ এই কথা শুনে দায়ূদ ভয় পাননি। তিনিও চিৎকার করে বলেন: ‘তুমি তলোয়ার ও বর্শা নিয়ে আসছ, কিন্তু আমি যিহোবার নামে আসছি। তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছ না; তুমি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছ। সবাই জানতে পারবে যে, যিহোবা তলোয়ার কিংবা বর্শার চেয়ে আরও বেশি শক্তিশালী। তিনি তোমাদের সবাইকে আমাদের হাতে তুলে দেবেন।’
দায়ূদ তার থলি থেকে একটা পাথর বের করে ফিঙের মধ্যে রাখেন আর তার সমস্ত শক্তি দিয়ে পাথরটা ছোড়েন। যিহোবার সাহায্যে সেই পাথর সোজা গিয়ে গলিয়াতের কপালে লাগে আর সেখানেই গেঁথে যায়। দৈত্যের মতো বড়ো সেই গলিয়াৎ সেখানেই মাটিতে মুখ থুবড়ে পড়ে মারা যান। এরপর পলেষ্টীয়েরা জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। দায়ূদের মতো তুমিও কি যিহোবার উপর নির্ভর কর?
“মানুষের পক্ষে তা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়, কারণ ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব।”—মার্ক ১০:২৭