ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৪৩ পৃষ্ঠা ১০৪
  • দায়ূদ পাপ করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দায়ূদ পাপ করেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দায়ূদের ঘরে অশান্তি
    আমার বাইবেলের গল্পের বই
  • জীবনের পরিবর্তনগুলোর সঙ্গে মোকাবিলা করার সময় ঈশ্বরের আত্মার ওপর নির্ভর করুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাপ স্বীকার আরোগ্যের দিকে নিয়ে যায়
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যখন “ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ” ক্ষমা লাভের চেষ্টা করে
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৪৩ পৃষ্ঠা ১০৪
ভাববাদী নাথন রাজা দায়ূদকে পরামর্শ দিচ্ছেন

পাঠ ৪৩

দায়ূদ পাপ করেন

শৌল মারা যাওয়ার পর দায়ূদ রাজা হন। তখন তার বয়স ছিল ৩০ বছর। রাজা হওয়ার কয়েক বছর পর, একদিন রাতে তিনি প্রাসাদের ছাদ থেকে এক সুন্দরী মহিলাকে দেখেন। খোঁজখবর নিয়ে দায়ূদ জানতে পারেন যে, সেই মহিলার নাম বৎশেবা এবং তিনি ঊরিয় নামে একজন সৈন্যের স্ত্রী। দায়ূদ বৎশেবাকে তার প্রাসাদে ডেকে পাঠান। তারা একে অপরের সঙ্গে যৌন সম্পর্ক করেন আর এতে বৎশেবা গর্ভবতী হয়ে পড়েন। দায়ূদ তার পাপ লুকোনোর চেষ্টা করেন। তিনি তার সেনাপতিকে বলেন, তিনি যেন ঊরিয়কে যুদ্ধে একেবারে সামনের সারিতে আর বাকি সৈন্যদের তার পিছনে রাখেন। যুদ্ধে ঊরিয় মারা যান আর এরপর দায়ূদ বৎশেবাকে বিয়ে করেন।

রাজা দায়ূদ ক্ষমা চেয়ে প্রার্থনা করছেন

কিন্তু, যিহোবা এই সমস্ত মন্দ বিষয় দেখছিলেন। তাই, তিনি কী করেছিলেন? তিনি ভাববাদী নাথনকে দায়ূদের কাছে পাঠিয়েছিলেন। নাথন দায়ূদকে বলেন: ‘একজন ধনী ব্যক্তির কাছে প্রচুর মেষ ছিল আর একজন গরিব ব্যক্তির কাছে কেবল একটা বাচ্চা মেষ ছিল। সেই ধনী ব্যক্তি ওই গরিব ব্যক্তির একমাত্র মেষটা নিয়ে নেন।’ এটা শুনে দায়ূদ খুবই রেগে যান এবং বলেন: ‘সেই ধনী ব্যক্তিকে তো মেরে ফেলা উচিত!’ তখন নাথন দায়ূদকে বলেন: ‘আপনিই সেই ধনী ব্যক্তি!’ দায়ূদ দুঃখে ভেঙে পড়েন আর নাথনের কাছে স্বীকার করে বলেন: ‘আমি যিহোবার বিরুদ্ধে পাপ করেছি।’ সেই পাপের কারণে দায়ূদ এবং তার পরিবারের উপর অনেক সমস্যা আসে। যিহোবা দায়ূদকে শাস্তি দিয়েছিলেন, তবে তিনি তাকে মেরে ফেলেননি কারণ তিনি একজন সৎ ও নম্র ব্যক্তি ছিলেন।

দায়ূদ যিহোবার জন্য একটা মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু, যিহোবা দায়ূদের ছেলে শলোমনকে মন্দির নির্মাণ করার জন্য বাছাই করেন। দায়ূদ শলোমনের জন্য বিভিন্ন জিনিস জোগাড় করতে থাকেন এবং বলেন: ‘যিহোবার মন্দির যেন খুবই সুন্দর হয়। শলোমন এখনও যুবক, তাই আমি তাকে সাহায্য করব, আমি সমস্ত কিছু প্রস্তুত করে রাখব।’ দায়ূদ মন্দির নির্মাণ করার জন্য প্রচুর অর্থ দেন। তিনি দক্ষ কর্মীদের খুঁজে বের করেন। তিনি সোনা ও রুপো সংগ্রহ করেন আর সেইসঙ্গে সোর ও সীদোন নগর থেকে দেবদারু গাছের কাঠ নিয়ে আসেন। দায়ূদ তার জীবনের শেষ পর্যায়ে শলোমনকে মন্দির নির্মাণ করার নকশা দেন। তিনি শলোমনকে বলেন: ‘যিহোবা আমাকে তোমার জন্য এই সমস্ত কিছু লিখতে বলেছেন। যিহোবা তোমাকে সাহায্য করবেন। তুমি ভয় পেয়ো না। দৃঢ় হও আর কাজ শুরু করো।’

দায়ূদ যুবক শলোমনের সঙ্গে মন্দিরের নকশা নিয়ে আলোচনা করছেন

“যে নিজের অপরাধ ঢেকে রাখে, সে সফল হবে না, কিন্তু যে নিজের অপরাধ স্বীকার করে এবং সেগুলো করা বন্ধ করে, তার প্রতি করুণা দেখানো হবে।”—হিতোপদেশ ২৮:১৩, NW

প্রশ্ন: দায়ূদ কোন পাপ করেছিলেন? দায়ূদ তার ছেলে শলোমনকে সাহায্য করার জন্য কী করেছিলেন?

২ শমূয়েল ৫:৩, ৪, ১০; ৭:১-১৬; ৮:১-১৪; ১১:১–১২:১৪; ১ বংশাবলি ২২:১-১৯; ২৮:১১-২১; গীতসংহিতা ৫১:১-১৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার