পাঠ ৭২
অল্পবয়সি যিশু
যোষেফ ও মরিয়ম যিশু এবং তাদের অন্য ছেলে-মেয়ের সঙ্গে নাসরতে থাকতেন। যোষেফ ছুতোর মিস্ত্রির কাজ করে তার পরিবারের ভরণ-পোষণ জোগাতেন। আর তিনি তার পরিবারকে যিহোবা এবং তাঁর ব্যবস্থা সম্বন্ধেও শেখাতেন। তিনি এবং তার পরিবার উপাসনা করার জন্য নিয়মিতভাবে সমাজগৃহে যেতেন এবং নিস্তারপর্ব পালন করার জন্য প্রতি বছর জেরুসালেমে যেতেন।
যিশুর বয়স যখন ১২ বছর, তখন তার পরিবার অন্যান্য সময়ের মতো দীর্ঘ যাত্রা করে জেরুসালেমে যায়। পুরো নগরে প্রচুর ভিড় ছিল কারণ লোকেরা সেখানে নিস্তারপর্ব পালন করার জন্য এসেছিল। পরে, যোষেফ ও মরিয়ম বাড়ির উদ্দেশে রওনা দেন। তারা মনে করেন, যিশু সহযাত্রীদের সঙ্গে রয়েছেন। কিন্তু, তারা যখন তাদের আত্মীয়স্বজনের মধ্যে তাঁকে খুঁজতে থাকেন, তখন তাঁকে খুঁজে পান না।
তারা জেরুসালেমে ফিরে যান এবং তিন দিন ধরে তাদের ছেলেকে খুঁজতে থাকেন। অবশেষে, তারা মন্দিরে যান। যিশু সেখানে গুরুদের মাঝে বসে মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিলেন এবং ভালো ভালো প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। গুরুরা এতটা মুগ্ধ হয়ে যায় যে, তারা যিশুকে প্রশ্ন করতে শুরু করে। আর তারা তাঁর উত্তর শুনে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় যে, যিশু যিহোবার ব্যবস্থা খুব ভালোভাবে বুঝতে পারেন।
যোষেফ ও মরিয়ম খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। মরিয়ম যিশুকে বলেন: ‘বাছা, আমরা সমস্ত জায়গায় তোমাকে খুঁজেছি! তুমি কোথায় ছিলে?’ যিশু বলেন: “তোমরা কি জানতে না, আমি আমার পিতার গৃহেই থাকব?”
যিশু তাঁর বাবা-মায়ের সঙ্গে নাসরতে ফিরে যান। যোষেফ যিশুকে কাঠের কাজ শেখান। যিশু যখন ছোটো ছিলেন, তখন তিনি কেমন ব্যক্তি ছিলেন বলে তুমি মনে কর? যিশু প্রজ্ঞায় এবং ঈশ্বরের ও মানুষের ভালোবাসায় বৃদ্ধি পেতে থাকেন।
“হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পালন করেই আমি আনন্দিত হই, তোমার আইন আমার হৃদয়ের একেবারে গভীরে রয়েছে।”—গীতসংহিতা ৪০:৮, NW