পাঠ ৮২
যিশু তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শেখান
ফরীশীরা যা-কিছু করত, তা কেবল অন্যদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্যই করত। তারা যদি কোনো ভালো কাজ করত, সেটা শুধু লোক-দেখানোর জন্য করত। তারা এমন জায়গাগুলোতে প্রার্থনা করত, যেখানে সবাই তাদের দেখতে পায়। ফরীশীরা আগে থেকে মুখস্থ করা দীর্ঘ প্রার্থনা করত আর সমাজগৃহে এবং চৌরাস্তার মোড়ে সেগুলো বার বার করত, যাতে লোকেরা তাদের প্রার্থনা শুনতে পায়। তাই, লোকেরা সেই সময় অবাক হয়ে যায়, যখন যিশু তাদের এই কথা বলেন: ‘তোমরা ফরীশীদের মতো প্রার্থনা কোরো না। তারা মনে করে, অনেক কথা ব্যবহার করলে ঈশ্বর খুশি হবেন। কিন্তু, ঈশ্বর আসলে এতে খুশি হন না। প্রার্থনা শুধুমাত্র তোমাদের এবং যিহোবার মধ্যে এক ব্যক্তিগত বিষয়। একই কথা বার বার বোলো না। যিহোবা চান যেন তোমরা তোমাদের ভিতরের অনুভূতি তাঁকে বলো।
‘তোমরা এভাবে প্রার্থনা কোরো: “হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে, তেমনই পৃথিবীতেও পূর্ণ হোক।”’ যিশু তাদের এও বলেছিলেন, তারা যেন রোজকার খাবারের জন্য, তাদের পাপের ক্ষমা লাভ করার জন্য এবং অন্যান্য ব্যক্তিগত বিষয়ের জন্য প্রার্থনা করে।
যিশু বলেছিলেন: ‘কখনো প্রার্থনা করা বন্ধ কোরো না। তোমাদের পিতা যিহোবার কাছে ভালো বিষয়গুলো চাইতে থাকো। সমস্ত বাবা ও মা তাদের সন্তানকে ভালো ভালো জিনিস দিতে চায়। তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায়, তা হলে তুমি কি তাকে পাথর দেবে? সে যদি তোমার কাছে মাছ চায়, তা হলে তুমি কি তাকে সাপ দেবে?’
এরপর, যিশু শিক্ষাটা সম্বন্ধে বলেন: ‘তোমরা যদি তোমাদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জান, তা হলে তোমাদের পিতা যিহোবা তোমাদের পবিত্র শক্তি দেওয়ার জন্য কি আরও বেশি ইচ্ছুক হবেন না? তোমাদের কেবল চাইতে হবে।’ তুমি কি যিশুর উপদেশ মেনে চলছ? তুমি কোন বিষয়গুলো নিয়ে প্রার্থনা করে থাক?
“চাইতে থাকো, তা হলে তোমাদের দেওয়া হবে; অন্বেষণ করতে থাকো, তা হলে তোমরা খুঁজে পাবে; দরজায় আঘাত করতে থাকো, তা হলে তোমাদের জন্য তা খুলে দেওয়া হবে।”—মথি ৭:৭