পাঠ ৮৬
যিশু লাসারকে পুনরুত্থিত করেন
যিশুর খুব ঘনিষ্ঠ তিন জন বন্ধু ছিল, যারা বৈথনিয়ায় বাস করত। তারা হল লাসার এবং তার দুই বোন, মরিয়ম ও মার্থা। একদিন যিশু যখন জর্ডন নদীর ওপারে ছিলেন, তখন মরিয়ম ও মার্থা তাকে এক জরুরি খবর পাঠান: ‘লাসার খুব অসুস্থ। দয়া করে তাড়াতাড়ি আসুন!’ যিশু সঙ্গেসঙ্গে সেখানে যান না, বরং তিনি আরও দু-দিন অপেক্ষা করেন। সেই সময়ের মধ্যে লাসার মারা যান। এরপর যিশু তাঁর শিষ্যদের বলেন: ‘চলো, আমরা বৈথনিয়ায় যাই। লাসার ঘুমিয়ে পড়েছে এবং আমি তাকে জাগানোর জন্য সেখানে যাচ্ছি।’ প্রেরিতেরা তাঁকে বলে: ‘লাসার যদি ঘুমিয়ে থাকেন, তা হলে তিনি সুস্থ হয়ে উঠবেন।’ তখন যিশু তাদের স্পষ্টভাবে বলেন: “লাসার মারা গিয়েছে।”
যিশু যখন বৈথনিয়ায় পৌঁছান, তখন লাসার ইতিমধ্যে চার দিন ধরে কবরে রয়েছেন। অনেক লোক মার্থা ও মরিয়মকে সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনতে পান, যিশু আসছেন, তখন তিনি তাড়াতাড়ি করে তাঁর সঙ্গে দেখা করার জন্য যান। মার্থা বলেন: “প্রভু, আপনি যদি এখানে থাকতেন, তা হলে আমার ভাই মারা যেত না।” যিশু তাকে বলেন: ‘তোমার ভাই আবার বেঁচে উঠবে। তুমি কি তা বিশ্বাস কর?’ মার্থা বলেন: ‘আমি জানি, যখন পুনরুত্থান ঘটবে, তখন সে বেঁচে উঠবে।’ যিশু তাকে বলেন: “আমিই পুনরুত্থান ও জীবন।”
এরপর, মার্থা মরিয়মের কাছে যান এবং তাকে বলেন: ‘যিশু এসেছেন।’ মরিয়ম দৌড়ে যিশুর কাছে যান আর লোকেরাও তার পিছন পিছন যায়। তিনি যিশুর পায়ের উপর এসে পড়েন আর অনেক কাঁদতে থাকেন। মরিয়ম বলেন: ‘প্রভু, আপনি যদি এখানে থাকতেন, তা হলে আমার ভাই বেঁচে থাকত!’ যিশু যখন দেখেন যে, মরিয়ম কতটা কষ্ট পাচ্ছে, তখন তিনিও কাঁদতে শুরু করেন। লোকেরা যখন যিশুকে কাঁদতে দেখে, তখন তারা বলে: ‘দেখো, যিশু লাসারকে কত ভালোবাসতেন!’ কিন্তু, কেউ কেউ বলে: ‘কেন তিনি তাঁর বন্ধুকে বাঁচালেন না?’ যিশু এরপর কী করেন?
যিশু কবরের কাছে যান, যেটার মুখে একটা বড়ো পাথর দেওয়া ছিল। তিনি আদেশ দেন: “পাথরটা সরিয়ে দাও।” মার্থা বলেন: ‘কিন্তু, আজ চার দিন হল সে মারা গিয়েছে! তার মৃতদেহ থেকে তো দুর্গন্ধ বের হবে।’ তারপরও, তারা পাথরটা সরিয়ে দেয় এবং যিশু প্রার্থনা করেন: ‘পিতা, তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ। আমি জানি, তুমি সবসময় আমার প্রার্থনা শুনে থাক, কিন্তু আমি এই লোকদের জন্য জোরে জোরে এই কথা বলছি, যেন তারা জানতে পারে যে, তুমি আমাকে পাঠিয়েছ।’ এরপর, তিনি উচ্চস্বরে ডেকে বলেন: “লাসার, বেরিয়ে এসো!” তখন অবাক করার মতো কিছু ঘটে: লাসার কবর থেকে বেরিয়ে আসেন আর তার পুরো শরীর কাপড় দিয়ে মোড়ানো ছিল। যিশু বলেন: “ওর বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও।”
যিশুর এই কাজ দেখে অনেকে তাঁর উপর বিশ্বাস করে। কিন্তু, কেউ কেউ ফরীশীদের কাছে গিয়ে যিশু যা করেছেন, সেই বিষয়ে তাদের জানায়। সেই দিন থেকে, ফরীশীরা যিশু ও লাসার, দু-জনকেই মেরে ফেলার চেষ্টা করতে থাকে। পরে, ১২ জন প্রেরিতের মধ্যে একজন, ঈষ্করিয়োতীয় যিহূদা চুপি চুপি ফরীশীদের কাছে যান আর তাদের জিজ্ঞেস করেন: ‘আমি যদি যিশুকে ধরিয়ে দিই, তা হলে আপনারা আমাকে কতগুলো মুদ্রা দেবেন?’ তারা তাকে ৩০টা রুপোর মুদ্রা দিতে রাজি হয়। আর যিহূদা যিশুকে ফরীশীদের কাছে ধরিয়ে দেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে।
“সত্য ঈশ্বর আমাদের জন্য এমন ঈশ্বর, যিনি আমাদের রক্ষা করেন, নিখিলবিশ্বের প্রভু যিহোবা আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।”—গীতসংহিতা ৬৮:২০, NW