পাঠ ৯১
যিশু পুনরুত্থিত হন
যিশুর মৃত্যুর পর, যোষেফ নামে একজন ধনী ব্যক্তি পীলাতের কাছে যান এবং যিশুর দেহ যাতনাদণ্ড থেকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কাছে অনুমতি চান। যোষেফ তাঁর দেহ নিয়ে সুগন্ধিদ্রব্যের সঙ্গে তা মিহি সুতোর চাদরে জড়ান এবং একটা নতুন কবরে রাখেন। এরপর তিনি একটা ভারী পাথর গড়িয়ে নিয়ে গিয়ে সেই কবরের মুখ বন্ধ করে দেন। প্রধান যাজকেরা পীলাতকে বলে: ‘আমাদের ভয় হচ্ছে যে, যিশুর কিছু শিষ্য এসে তাঁর দেহ নিয়ে যাবে এবং বলবে, তিনি বেঁচে উঠেছেন।’ তাই, পীলাত তাদের বলেন: ‘কবরের পাথরটা দৃঢ়ভাবে লাগিয়ে দাও এবং কবরটা পাহাড়া দাও।’
তিন দিন পর, খুব ভোরে কয়েক জন মহিলা কবরের কাছে যায় আর দেখে যে, কবরের মুখ থেকে পাথরটা সরিয়ে ফেলা হয়েছে। সেই কবরের ভিতরে একজন স্বর্গদূত তাদের বলেন: ‘ভয় পেয়ো না। যিশু মৃতদের মধ্য থেকে উঠেছেন। তোমরা গিয়ে তাঁর শিষ্যদের বলো, তারা যেন গালীলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে।’
মগ্দলীনী মরিয়ম তাড়াতাড়ি করে পিতর ও যোহনকে খোঁজার জন্য যান। তিনি তাদের বলেন: ‘কেউ যিশুর দেহ নিয়ে গিয়েছে!’ পিতর ও যোহন দৌড়ে কবরের কাছে যান। তারা যখন দেখেন যে, কবরটা খালি, তখন তারা বাড়ি ফিরে যান।
মরিয়ম যখন আবার কবরের কাছে আসেন, তখন তিনি কবরের ভিতরে দু-জন স্বর্গদূতকে দেখতে পান। মরিয়ম তাদের বলেন: ‘আমি জানি না, তারা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়েছে।’ এর পরেই, মরিয়ম একজন ব্যক্তিকে দেখতে পান আর তাকে বাগানের মালী ভেবে এই কথা বলেন: ‘দয়া করে আমাকে বলুন, আপনি তাঁকে কোথায় নিয়ে গিয়েছেন।’ কিন্তু, সেই ব্যক্তি যখন তাকে বলেন, “মরিয়ম!” তখন তিনি বুঝতে পারেন যে, ইনি যিশু। মরিয়ম চিৎকার করে এই কথা বলেন: “গুরু!” আর এরপর তিনি তাঁকে আঁকড়ে ধরেন। যিশু তাকে বলেন: ‘যাও, আমার ভাইদের গিয়ে বলো যে, তুমি আমাকে দেখেছ।’ মরিয়ম সঙ্গেসঙ্গে দৌড়ে শিষ্যদের কাছে যান আর তাদের বলেন, তিনি যিশুকে দেখেছেন।
সেই দিনই কিছু সময় পর, দু-জন শিষ্য জেরুসালেম থেকে হেঁটে হেঁটে ইম্মায়ূ নামে একটা গ্রামের দিকে যাচ্ছিলেন। তখন রাস্তায় একজন ব্যক্তি তাদের সঙ্গে হাঁটতে শুরু করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে, তারা কোন বিষয় নিয়ে কথা বলছে। তারা বলেন: ‘আপনি কি শোনেননি? তিন দিন আগে প্রধান যাজকেরা যিশুকে হত্যা করেছে। এখন কয়েক জন মহিলা বলছে যে, যিশু বেঁচে আছেন!’ সেই ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন: ‘ভাববাদীরা যা বলেছে, তা তোমরা কেন বিশ্বাস করছ না? তারা বলেছে, খ্রিস্ট মারা যাবেন আর তারপর তিনি মৃতদের মধ্য থেকে উঠবেন।’ আর তিনি তাদের শাস্ত্রের অর্থ বুঝিয়ে দিতে থাকেন। তারা যখন ইম্মায়ূতে পৌঁছায়, তখন শিষ্যেরা তাঁকে তাদের সঙ্গে আসতে বলেন। রাতে খাওয়ার সময় তিনি যখন রুটি নিয়ে প্রার্থনা করেন, তখন শিষ্যেরা বুঝতে পারেন যে, ইনি যিশু। আর তিনি তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যান।
দু-জন শিষ্য তাড়াতাড়ি করে জেরুসালেমে প্রেরিতেরা যে-বাড়িতে একত্রিত হয়েছিল, সেখানে যান আর যা যা ঘটেছিল সেই সমস্ত কিছু তাদের জানান। তারা যখন সেই বাড়ির ভিতরে ছিল, তখন যিশু তাদের সবাইকে দেখা দেন। প্রথমে, প্রেরিতেরা বিশ্বাস করতে পারছিল না যে, ইনি যিশু। তখন তিনি তাদের বলেন: ‘আমার হাত দেখো; আমাকে স্পর্শ করে দেখো। লেখা আছে, খ্রিস্ট মৃতদের মধ্য থেকে উঠবেন।’
“আমিই পথ ও সত্য ও জীবন। আমার মধ্য দিয়ে না এলে, কেউ পিতার কাছে আসতে পারে না।”—যোহন ১৪:৬