ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ১০২ পৃষ্ঠা ২৩৬-পৃষ্ঠা ২৩৭ অনু. ২
  • যোহনের কাছে প্রকাশিত বাক্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যোহনের কাছে প্রকাশিত বাক্য
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের রাজ্য কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • পরমদেশ পুনরুদ্ধার করা হয়!
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • ‘দেখ, বিস্তর লোক’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ১০২ পৃষ্ঠা ২৩৬-পৃষ্ঠা ২৩৭ অনু. ২
প্রেরিত যোহন প্রকাশিত বাক্য বই লিখছেন

পাঠ ১০২

যোহনের কাছে প্রকাশিত বাক্য

প্রেরিত যোহন যখন পাট্‌ম দ্বীপে একজন বন্দি হিসেবে ছিলেন, তখন যিশু তাকে ধারাবাহিকভাবে ১৬টা দর্শন অর্থাৎ ভবিষ্যতের বিষয়ে বিভিন্ন দৃশ্য দেখিয়েছিলেন। এই দর্শনগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল যে, কীভাবে যিহোবার নাম পবিত্র হবে, তাঁর রাজ্য আসবে এবং তাঁর ইচ্ছা যেমন স্বর্গে, তেমনই পৃথিবীতেও পূর্ণ হবে।

যোহন একটা দর্শনে স্বর্গে যিহোবার প্রতাপের সিংহাসন দেখতে পান, যেটার চারপাশে ২৪ জন প্রাচীন রয়েছে। তারা সাদা পোশাক পরে আছে আর তাদের মাথায় সোনার মুকুট রয়েছে। ওই সিংহাসন থেকে বিদ্যুতের ঝলকানি ও বজ্রধ্বনি বের হয়ে আসছে। সেই ২৪ জন প্রাচীন যিহোবার সামনে উবুড় হয়ে তাঁর উপাসনা করছে। আরেকটা দর্শনে, যোহন সমস্ত জাতি ও বর্ণ ও ভাষার মধ্য থেকে আসা এক বিরাট জনতাকে দেখতে পান, যারা যিহোবার উপাসনা করছে। মেষশাবক অর্থাৎ যিশু তাদের পালন করেন এবং তাদের জীবনজলের উৎসের দিকে নিয়ে যান। পরে, আরেকটা দর্শনে তিনি দেখতে পান, যিশু স্বর্গে রাজা হিসেবে শাসন করতে শুরু করেছেন আর তাঁর সঙ্গে ২৪ জন প্রাচীন রয়েছে। পরের দর্শনে যোহন দেখেন, যিশু এক ভংয়কর সাপ অর্থাৎ শয়তানের বিরুদ্ধে এবং তার মন্দ স্বর্গদূতদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যিশু তাদের স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করেন।

স্বর্গীয় সিয়োন পর্বতের উপরে যিশু এবং ১,৪৪,০০০ জন ব্যক্তি

পরে, যোহন এক চমৎকার দৃশ্য দেখতে পান আর তা হল, স্বর্গীয় সিয়োন পর্বতের উপরে মেষশাবক এবং ১,৪৪,০০০ জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তিনি এও দেখতে পান যে, একজন স্বর্গদূত পৃথিবীর চারপাশে উড়ছেন আর লোকদের বলছেন, ঈশ্বরকে ভয় করো এবং তাঁকে গৌরব প্রদান করো।

পরের দর্শনে আরমাগিদোনের যুদ্ধ দেখানো হয়। সেই যুদ্ধে যিশু এবং তাঁর সেনাবাহিনী শয়তানের মন্দ বিধিব্যবস্থাকে শেষ করে দেয়। শেষের দর্শনে যোহন দেখতে পান, স্বর্গে ও পৃথিবীতে শান্তি রয়েছে। শয়তান এবং তার অনুসারীদের ধ্বংস করে দেওয়া হয়। স্বর্গে ও পৃথিবীতে সকলে যিহোবার নামকে পবিত্র হিসেবে দেখে এবং কেবল তাঁরই উপাসনা করে।

“আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।”—আদিপুস্তক ৩:১৫

প্রশ্ন: যোহন ক-টা দর্শন দেখেছিলেন? আরমাগিদোনের যুদ্ধের সময় যিশু কী করবেন?

প্রকাশিত বাক্য ১:১-৩; ৪:১-১১; ৭:৪, ৯-১৭; ১১:১৫-১৮; ১২:৫-১২; ১৪:৬, ৭; ১৬:১৪, ১৬; ২১:৫

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার