পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
প্রিয় পাঠক:
আমরা যিহোবার উপাসনা করি আর তাই তাঁর বাক্য বাইবেলের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে, বাইবেলে দেওয়া ইতিহাস একেবারে সঠিক এবং এটি জীবনের জন্য সঠিক নির্দেশনা দেয় আর সেইসঙ্গে এই বিষয়ের প্রমাণ দেয় যে, যিহোবা সমস্ত মানুষকে খুব ভালোবাসেন। (গীতসংহিতা ১১৯:১০৫; লূক ১:৩; ১ যোহন ৪:১৯) আমরা মনেপ্রাণে অন্যদের সাহায্য করতে চাই, যাতে তারা ঈশ্বরের বাক্যের মূল্যবান সত্য সম্বন্ধে শিখতে পারে। সেইজন্য “বাইবেল থেকে তুমি যা শিখতে পার” শিরোনামের বইটা আপনাদের জন্য প্রস্তুত করতে পেরে আমরা অনেক আনন্দিত। আসুন, আমরা এই বইয়ের সঙ্গে একটু পরিচিত হই।
এই বইটা বিশেষ করে ছোটো ছেলে-মেয়েদের কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে। তবে, এই বইটা সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারে, যারা বাইবেল সম্বন্ধে আরও জানতে চায়। আর বাইবেল যেহেতু সবার জন্য, তাই এই বইয়ে যে-শিক্ষাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর উপর যদি আমরা মনোযোগ দিই, তা হলে আমরা সবাই উপকার লাভ করতে পারব। বাইবেলের এই শিক্ষা আমাদের বুঝতে সাহায্য করবে যে, কীভাবে আমরা প্রকৃত সুখ পেতে পারি।
এই বইয়ে বাইবেলের বিভিন্ন ঘটনা ব্যবহার করে সৃষ্টি থেকে শুরু করে মানব পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। এই ঘটনাগুলো স্পষ্টভাবে এবং সহজসরল উপায়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর যতটা সম্ভব সময় অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।
তবে, এই বইয়ে কেবল বাইবেলের বিভিন্ন ঘটনাই তুলে ধরা হয়নি। এর পাশাপাশি, এই বইটা এমনভাবে লেখা হয়েছে এবং ছবিগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যার ফলে বাইবেলের ঘটনাগুলো জীবন্ত হয়ে উঠেছে এবং চরিত্রগুলোর অনুভূতি স্পষ্ট বোঝা যাচ্ছে।
এই বইয়ে বাইবেলের বিভিন্ন ব্যক্তির গল্প রয়েছে আর এগুলো থেকে আমরা দুই ধরনের ব্যক্তি সম্বন্ধে জানতে পারি। একটা হল যারা যিহোবার বাধ্য হয়েছিল আর আরেকটা হল যারা যিহোবার বাধ্য হয়নি। তাদের উদাহরণ থেকে আমরা স্পষ্ট শিক্ষা লাভ করতে পারি। (রোমীয় ১৫:৪; ১ করিন্থীয় ১০:৬) এই বইয়ে ১৪টা বিভাগ রয়েছে। প্রতিটা বিভাগের শুরুতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে যে, সেখান থেকে আমরা কী কী শিখতে পারি।
আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে আপনি আপনার সন্তানকে কোনো পাঠ পড়ে শোনাতে পারেন আর তার সঙ্গে সেই পাঠে দেওয়া ছবিগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এরপর, আপনি তার সঙ্গে মিলে বাইবেলের সেই পদগুলো পড়তে পারেন, যেগুলোর উপর ভিত্তি করে গল্পটা লেখা হয়েছে। বাইবেলের এই পদগুলো পাঠের সঙ্গে কীভাবে মিল রাখে, তা আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বাইবেলের সঙ্গে কিছুটা পরিচিত হতে সাহায্য করার সময়ও এই একই পদ্ধতি ব্যবহার করুন।
আমরা আশা করি, এই বই সমস্ত আন্তরিক ব্যক্তিকে, ছোটো-বড়ো সবাইকে, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করতে এবং সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে সাহায্য করবে। এর ফলে, তারাও ঈশ্বরের পরিবারের অংশ হয়ে তাঁর উপাসনা করতে পারবে।
আপনাদের ভাইয়েরা,
যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী