বিভাগ ৩ থেকে যা শিখব
বাইবেল বলে যে, জলপ্লাবনের পর খুব কম লোকই ছিল, যারা যিহোবার সেবা করেছিল। সেই ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন অব্রাহাম, যাকে যিহোবার বন্ধু বলা হত। কেন তাকে যিহোবার বন্ধু বলা হত? আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে, যিহোবা তার জন্য চিন্তা করেন এবং তাকে সাহায্য করতে চান। অব্রাহাম এবং অন্যান্য বিশ্বস্ত ব্যক্তি, যেমন লোট ও যাকোবের মতো আমরাও কোনোরকম দ্বিধা না করে যিহোবার কাছে সাহায্য চাইতে পারি। আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা তাঁর সমস্ত প্রতিজ্ঞা পূরণ করবেন।