গান ১
যিহোবার গুণাবলি
১. যি-হো-বা ঈ-শ্বর, তু-মি যে ম-হান।
আ-লো আর জী-বন তু-মি ক-রে-ছ দান।
দে-খায় সৃ-ষ্টি তো-মার ক-ত শ-ক্তি।
তাই, তো-মা-কে দিই স-কল ভ-ক্তি।
২. নিঁ-খুত ন্যায়-বি-চার তো-মার দে-খে-ছি।
তাই, স-ত্যের প-থে আম-রা আজ চ-লে-ছি।
প-ড়ে শা-স্ত্র প্র-জ্ঞা দে-খি তো-মার।
অ-গাধ তো-মার জ্ঞান কী চ-মৎ-কার!
৩. তো-মার সু-ন্দর প্রেম যে স-র্ব-শ্রে-ষ্ঠ,
তা দে-খি-য়ে-ছ আ-মা-দের য-থে-ষ্ট।
যা আ-ছে তা তো-মা-কে দে-ব সব।
ম-হান তো-মার না-মের হোক গৌ-রব।
(আরও দেখুন গীত. ৩৬:৯; ১৪৫:৬-১৩; উপ. ৩:১৪; যাকোব ১:১৭.)