গান ২৩
যিহোবা তাঁর শাসন শুরু করেন
১. ক-রেন যি-হো-বা শা-সন।
গাও জয়-গান পু-ত্রের এ-খন।
খ্রি-স্ট হ-লেন কো-ণের প্র-ধান পা-থর।
প্র-ভু যি-শুই ভ-র-সা।
ঈ-শ্ব-রের গাও প্র-শং-সা।
শা-ন্তি-রাজ যি-শু
খ্রি-স্ট পে-লেন সিং-হা-সন।
(কোরাস)
দেখ-তে পা-বে যি-হো-বার রা-জ্যে
স-ম-স্ত জায়-গায় হা-সি মুখ।
আর-ও পা-বে যি-হো-বার রা-জ্যে
অ-ন-ন্ত জী-বন, শা-ন্তি, সুখ।
এ-সো গাই গান তাঁর প্র-শং-সায়।
প-রম-দেশ এ-ল যে প্রায়।
২. কা-ছে সেই আর-মা-গি-দোন,
শয়-তা-নের হ-বে প-তন।
খ্রি-স্ট কর-বেন ঠিক সব তাঁর শা-স-নে।
এ-খন তাই কর-ব প্র-চার
রা-জ্যের এই সু-স-মা-চার,
শেষ আ-সার আ-গে
যা-তে ল-ক্ষ লো-ক শো-নে।
(কোরাস)
দেখ-তে পা-বে যি-হো-বার রা-জ্যে
স-ম-স্ত জায়-গায় হা-সি মুখ।
আর-ও পা-বে যি-হো-বার রা-জ্যে
অ-ন-ন্ত জী-বন, শা-ন্তি, সুখ।
এ-সো গাই গান তাঁর প্র-শং-সায়।
প-রম-দেশ এ-ল যে প্রায়।
৩. যাঃ কর-লেন তাঁ-কে বা-ছাই।
খ্রি-স্ট এ-খন রা-জা তাই।
ক-রো তাঁর সে-বা সব দিন ও রা-তে।
যি-হো-বার ম-ন্দি-রে যাই।
তাঁ-কে বি-ন-তি জা-নাই:
“হোক গো-টা বি-শ্ব
শী-ঘ্র খ্রি-স্টের-ই হা-তে।”
(কোরাস)
দেখ-তে পা-বে যি-হো-বার রা-জ্যে
স-ম-স্ত জায়-গায় হা-সি মুখ।
আর-ও পা-বে যি-হো-বার রা-জ্যে
অ-ন-ন্ত জী-বন, শা-ন্তি, সুখ।
এ-সো গাই গান তাঁর প্র-শং-সায়।
প-রম-দেশ এ-ল যে প্রায়।
(আরও দেখুন ২ শমূ. ৭:২২; দানি. ২:৪৪; প্রকা. ৭:১৫.)