ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • sjj গান ২৩
  • যিহোবা তাঁর শাসন শুরু করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা তাঁর শাসন শুরু করেন
  • আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা তাঁর শাসন শুরু করেন
    যিহোবার উদ্দেশে গান গাও
  • রাজ্যকে প্রথম স্থান দাও
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করো
    যিহোবার উদ্দেশে গান গাও
  • পরিত্রাণ পেতে ঈশ্বরের খোঁজ করেই চলো
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আরও দেখুন
আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
sjj গান ২৩

গান ২৩

যিহোবা তাঁর শাসন শুরু করেন

(প্রকাশিত বাক্য ১১:১৫)

  1. ১. ক-রেন যি-হো-বা শা-সন।

    গাও জয়-গান পু-ত্রের এ-খন।

    খ্রি-স্ট হ-লেন কো-ণের প্র-ধান পা-থর।

    প্র-ভু যি-শুই ভ-র-সা।

    ঈ-শ্ব-রের গাও প্র-শং-সা।

    শা-ন্তি-রাজ যি-শু

    খ্রি-স্ট পে-লেন সিং-হা-সন।

    (কোরাস)

    দেখ-তে পা-বে যি-হো-বার রা-জ্যে

    স-ম-স্ত জায়-গায় হা-সি মুখ।

    আর-ও পা-বে যি-হো-বার রা-জ্যে

    অ-ন-ন্ত জী-বন, শা-ন্তি, সুখ।

    এ-সো গাই গান তাঁর প্র-শং-সায়।

    প-রম-দেশ এ-ল যে প্রায়।

  2. ২. কা-ছে সেই আর-মা-গি-দোন,

    শয়-তা-নের হ-বে প-তন।

    খ্রি-স্ট কর-বেন ঠিক সব তাঁর শা-স-নে।

    এ-খন তাই কর-ব প্র-চার

    রা-জ্যের এই সু-স-মা-চার,

    শেষ আ-সার আ-গে

    যা-তে ল-ক্ষ লো-ক শো-নে।

    (কোরাস)

    দেখ-তে পা-বে যি-হো-বার রা-জ্যে

    স-ম-স্ত জায়-গায় হা-সি মুখ।

    আর-ও পা-বে যি-হো-বার রা-জ্যে

    অ-ন-ন্ত জী-বন, শা-ন্তি, সুখ।

    এ-সো গাই গান তাঁর প্র-শং-সায়।

    প-রম-দেশ এ-ল যে প্রায়।

  3. ৩. যাঃ কর-লেন তাঁ-কে বা-ছাই।

    খ্রি-স্ট এ-খন রা-জা তাই।

    ক-রো তাঁর সে-বা সব দিন ও রা-তে।

    যি-হো-বার ম-ন্দি-রে যাই।

    তাঁ-কে বি-ন-তি জা-নাই:

    “হোক গো-টা বি-শ্ব

    শী-ঘ্র খ্রি-স্টের-ই হা-তে।”

    (কোরাস)

    দেখ-তে পা-বে যি-হো-বার রা-জ্যে

    স-ম-স্ত জায়-গায় হা-সি মুখ।

    আর-ও পা-বে যি-হো-বার রা-জ্যে

    অ-ন-ন্ত জী-বন, শা-ন্তি, সুখ।

    এ-সো গাই গান তাঁর প্র-শং-সায়।

    প-রম-দেশ এ-ল যে প্রায়।

(আরও দেখুন ২ শমূ. ৭:২২; দানি. ২:৪৪; প্রকা. ৭:১৫.)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার