গান ৩১
যিহোবার সঙ্গে চলা
(মীখা ৬:৮)
১. এ-সো, হই আম-রা ন-ম্র আর
যি-হো-বার অ-নু-গ-ত।
রোজ ক-রে নি-র্ভর তাঁর দ-য়া পা-ব।
চাই হ-তে তাঁর-ই ম-তো।
তাঁর বা-ক্য পড়-লে তাই প্র-তি-দিন,
যা-বে না আজ স-রে।
যাঃ-য়ের বা-ধ্য হ-য়ে চল-লে,
যা-বে না তু-মি প-ড়ে।
২. যি-হো-বার প-থে চল-লে আজ
প-বি-ত্র নী-তি মে-নে,
সা-হা-য্যের দু-হাত বা-ড়ি-য়ে দে-বেন
যে-কো-নো প্র-য়ো-জ-নে।
প্র-শং-স-নী-য় যা-কি-ছু সব,
যা শু-দ্ধ আর স-ঠিক,
কর-লে পা-লন অ-বি-র-ত,
পা-বে আ-শী-র্বাদ নি-শ্চিত।
৩. এ-সো আ-ন-ন্দে মা-তো আজ,
ঈ-শ্বর যে ব-ন্ধু তো-মার।
কৃ-ত-জ্ঞ-তা জা-নাও, যা-কি-ছু পাও
তা পাও দ-য়ায় যি-হো-বার।
আ-ন-ন্দের স্রো-তে আজ যাও ভে-সে,
ক-রো যাঃ-য়ের স্তু-তি।
জা-নুক স-বাই বি-শ্বাস তো-মার
আ-ছে যাঃ-য়ের-ই প্র-তি।
(আরও দেখুন আদি. ৫:২৪; ৬:৯; ফিলি. ৪:৮; ১ তীম. ৬:৬-৮.)