গান ৬০
জীবন ঝুঁকিতে আছে
(যিহিষ্কেল ৩:১৭-১৯)
১. ম-হা-দিন যি-হো-বার
দে-খো এ-সে-ছে যে প্রায়!
সেই প-র্য-ন্ত ঈ-শ্বর
চান জা-নুক এ-টা স-বাই:
(কোরাস)
বাঁচ-তে পা-রে সেই ব্য-ক্তি যে
ঈ-শ্ব-রের বা-র্তায় কান দেয়।
বাঁচ-তে পা-রি, তু-মি আ-মি।
আজ তাই সেই বা-র্তা ব-লে যাই,
ব-লে যাই।
২. এই আ-ম-ন্ত্রণ জা-নাই
আম-রা আজ স-বার কা-ছে:
“এ-সো জা-নো তাঁর চো-খে
তো-মার-ও দাম আ-ছে।”
(কোরাস)
বাঁচ-তে পা-রে সেই ব্য-ক্তি যে
ঈ-শ্ব-রের বা-র্তায় কান দেয়।
বাঁচ-তে পা-রি, তু-মি আ-মি।
আজ তাই সেই বা-র্তা ব-লে যাই,
ব-লে যাই।
(ব্রিজ)
আজ বল-বই, ব-লে চল-বই,
জী-বন যে ঝুঁ-কি-তে স-বার।
তাই স-ময়, ঠিক বের কর-বই
কর-তে এ ঘো-ষ-ণা বার বার।
(কোরাস)
বাঁচ-তে পা-রে সেই ব্য-ক্তি যে
ঈ-শ্ব-রের বা-র্তায় কান দেয়।
বাঁচ-তে পা-রি, তু-মি আ-মি।
আজ তাই সেই বা-র্তা ব-লে যাই,
ব-লে যাই।
(আরও দেখুন ২ বংশা. ৩৬:১৫; যিশা. ৬১:২; যিহি. ৩৩:৬; ২ থিষল. ১:৮.)