গান ৬৯
যাও, এগিয়ে যাও, করো প্রচার!
১. যাও, এ-গি-য়ে যাও, ক-রো প্র-চার!
প্রেম দে-খা-নোর সু-যোগ নাও।
এই জ-গ-তের সব লো-কের কা-ছে
সেই সু-স-মা-চার জা-নাও।
কী দা-রুণ এই সু-যোগ যে পে-লাম,
যি-হো-বার-ই হ-য়ে স-ঙ্গী!
তাই, বের হও, ক-রেই চ-লো প্র-চার!
হও ঈ-শ্ব-রের না-মের সা-ক্ষি।
(কোরাস)
সাম-নে এ-গোও, দিগ্-দি-গ-ন্ত
প্র-চার আজ-কে ক-রে যাও।
সাম-নে এ-গোও, সে-বা-তে
যি-হো-বার কাঁ-ধে কাঁধ মে-লাও।
২. অ-ভি-ষি-ক্ত ও আর-ও মেষ-রা
প্র-চার ক-রে এ-ক-তায়।
যু-বক, বৃ-দ্ধ, না-রী ও পু-রুষ
উ-দ্যোগ রা-খে আজ ব-জায়।
যি-হো-বা দেন প-বি-ত্র শ-ক্তি,
কেউ পার-বে না থা-মা-তে তা।
তাঁর রা-জ্য আ-ছে খুব-ই কা-ছে,
সা-হ-সে জা-নাই এই বা-র্তা।
(কোরাস)
সাম-নে এ-গোও, দিগ্-দি-গ-ন্ত
প্র-চার আজ-কে ক-রে যাও।
সাম-নে এ-গোও, সে-বা-তে
যি-হো-বার কাঁ-ধে কাঁধ মে-লাও।
(আরও দেখুন, গীত. ২৩:৪; প্রেরিত ৪:২৯, ৩১; ১ পিতর ২:২১.)