গান ৮৩
ঘরে ঘরে যাই
১. ঘ-রে ঘ-রে, দ্বা-রে দ্বা-রে
সু-স-মা-চার শো-নাই।
যি-হো-বার রা-জ্যের আ-শী-র্বাদ
সব লো-কে-দের জা-নাই।
উ-নিশ-শো চো-দ্দ সাল থে-কে
কর-ছেন খ্রি-স্ট শা-সন।
তাই প্র-চার ক-রা জ-রু-রি
তা জা-নে সব ভাই-বোন।
২. ঘ-রে ঘ-রে, দ্বা-রে দ্বা-রে
যি-হো-বার নাম জা-নাই।
সেই না-মে আস-বে প-রি-ত্রাণ,
চাই জা-নুক তা স-বাই।
কী-ভা-বে লোক তাঁর নাম জান-বে
য-দি তা না ব-লি?
প্র-তি ঘ-রে, প্র-তি দ্বা-রে
সেই নাম ব-লে চ-লি।
৩. তাই চ-লো, যাই ঘ-রে ঘ-রে
ক-রি রা-জ্যের প্র-চার।
তা শু-নুক বা তা না শু-নুক
ক-রুক লো-কে বি-চার।
অ-তু-ল-নী-য় যাঃ-য়ের প্রেম
যাই ব-লে স-র্ব-ক্ষণ,
আর খুঁ-জি সেই সব লো-কে-দের
দেয় সা-ড়া যা-দের মন।
(আরও দেখুন প্রেরিত ২:২১; রোমীয় ১০:১৪.)