গান ৯৬
ঈশ্বরের বাক্য—এক অমূল্য সম্পদ
১. ঈ-শ্ব-রের বা-ক্য দেয় চ-মৎ-কার আ-লো।
সেই আ-লো পথ স-বাই-কে দে-খা-লো।
এর এ-মন শ-ক্তি, যা ক-রে সা-হা-য্য,
লোক মন বদ-লায় আর ক-রে যা ন্যা-য্য।
বাই-বেল ঈ-শ্ব-রের সেই অ-মূ-ল্য বা-ক্য,
তাঁর অ-নু-প্রে-র-ণায় লে-খা সা-ক্ষ্য।
প-বি-ত্র শ-ক্তি দি-লেন তাই যি-হো-বা
আর বা-ক্য লিখ-তে প-রি-চা-ল-না।
২. লে-খক-রা সৃ-ষ্টির বি-ব-র-ণে লিখ-লেন
কী-ভা-বে বি-শ্ব এ-ল অ-স্তি-ত্বে,
কী-ভা-বে প্র-থম দ-ম্প-তি কর-ল পাপ,
আর হা-রা-ল ঈ-শ্ব-রের আ-শী-র্বাদ।
লিখ-লেন এক দূত কী-ভা-বে হ-ল শয়-তান,
যি-হো-বা-কে যে কর-ল অ-প-মান।
সেই অ-প-মান-ই নি-য়ে এ-ল ক-ষ্ট!
শী-ঘ্রই ঈ-শ্বর কর-বেন তা-কে ন-ষ্ট।
৩. এ-ল স-ময়, তাই না-চে মন আ-ন-ন্দে,
ম-শী-হ রা-জা আজ তাঁর শা-স-নে!
ক-রি তাই প্র-চার খ্রি-স্টের-ই নি-র্দে-শে:
বদ-লে যা-বে জ-গৎ প-রম-দে-শে!
ঈ-শ্ব-রের বা-ক্যে পা-বে সব খু-শির খোঁজ,
সেই বা-ক্যে দি-লেন তি-নি ম-হা-ভোজ।
সেই খা-দ্য খে-লে পা-বে যে শা-ন্তির পথ।
ঈ-শ্ব-রের বা-ক্য অ-মূল্য স-ম্পদ।
(আরও দেখুন ২ তীম. ৩:১৬; ২ পিতর ১:২১.)