গান ১০৩
প্রাচীনেরা—যিহোবার কাছ থেকে এক দান
১. ঈ-শ্বর বি-শ্ব-স্ত ভাই-দের জো-গান,
যা-রা হন মেষ-পা-লক।
আ-মা-দের তা-রা ঠিক পথ দে-খান,
য-ত স-ম-স্যাই হোক।
(কোরাস)
পে-লাম যি-হো-বার অ-মূ-ল্য দান,
প্রা-চীন-রা যা-রা স-দয়।
দে-খি-য়ে তা-রা নিঃ-স্বা-র্থ প্রেম
আ-মা-দের মন ক-রেন জয়।
২. ম-ণ্ড-লীর জ-ন্য জে-গে দিন-রাত,
প্রা-চীন-রা হন আ-শ্রয়।
হয় তা-দের য-ত্নে সব-ই আ-ঘাত
দ্রু-ত যে নি-রা-ময়।
(কোরাস)
পে-লাম যি-হো-বার অ-মূ-ল্য দান,
প্রা-চীন-রা যা-রা স-দয়।
দে-খি-য়ে তা-রা নিঃ-স্বা-র্থ প্রেম
আ-মা-দের মন ক-রেন জয়।
৩. দিই য-দি তা-দের নি-র্দে-শে কান,
হা-রি-য়ে যা-ব না।
তা-দের-কে য-দি ক-রি স-ম্মান,
আ-শী-র্বাদ দে-বেন যাঃ।
(কোরাস)
পে-লাম যি-হো-বার অ-মূ-ল্য দান,
প্রা-চীন-রা যা-রা স-দয়।
দে-খি-য়ে তা-রা নিঃ-স্বা-র্থ প্রেম
আ-মা-দের মন ক-রেন জয়।
(আরও দেখুন যিশা. ৩২:১, ২; যির. ৩:১৫; যোহন ২১:১৫-১৭; প্রেরিত ২০:২৮.)