গান ১০৭
যিহোবার আদর্শ প্রেম
১. স-র্ব-প্র-থ-মে যি-হো-বা এ-গি-য়ে
দে-খা-লেন নি-খুঁত প্রেম।
তাঁর প্রি-য় পু-ত্র, যি-শু-কে পা-ঠি-য়ে
কর-লেন স-বার জী-বন উ-দ্ধার।
এই-ভা-বে ঈ-শ্বর হ-লেন এক আ-দ-র্শ।
ক-রি অ-নু-ভব তাঁর স্নে-হ নি-য়-ত।
পে-তে এ-মন প্রেম আম-রা যে অ-যো-গ্য।
এ-টাই তাঁর প্রেম, তাঁর আ-দ-র্শ প্রেম।
২. য-খন আম-রা তাই, যাঃ-য়ের প্রে-মের প-থে
চল-তে চাই, প্রেম দে-খাই।
প্রেম আ-ছে ব-লে স-ক-লে এক-সা-থে
তাঁর য-ত্ন পাই ভা-লো-বা-সায়।
দে-খাই য-খন প্রেম ঈ-শ্বর-কে আর ভাই-দের,
হি-সাব রা-খি না, ভাই-দের অ-প-রা-ধের
ভু-লে গি-য়ে ভুল ক-রি ক্ষ-মা তা-দের।
এ-টাই যে প্রেম, স-ত্য ভ্রা-তৃ-প্রেম।
৩. যি-হো-বার এই প্রেম ক-রে অ-নু-ক-রণ
হ-লাম তাঁর প-রি-বার।
ক-রে-ছি গ্র-হণ তাঁর সা-দর আ-ম-ন্ত্রণ:
“নাও আজ অ-বাধ, এ-ক-তার স্বাদ।”
যি-হো-বার ম-তো এ-সো আম-রা স-বাই
কেউ প-ড়ে গে-লে দু-হাত নি-জের বা-ড়াই,
ভাই-বোন-দের পা-শে যে-ন এ-সে দাঁ-ড়াই,
দে-খি-য়ে প্রেম, যাঃ-য়ের ম-তো প্রেম।
(আরও দেখুন রোমীয় ১২:১০; ইফি. ৪:৩; ২ পিতর ১:৭.)