গান ১২৪
সবসময় অনুগত থাকি
১. অ-নু-গ-ত থা-কি যাঃ-য়ের,
অ-টল প্রেম যে দে-খাই তাই।
শ-পথ নি-য়ে আম-রা স-বাই
আ-জ্ঞা কী তাঁর জান-তে চাই।
য-দি মা-নি তাঁর সব ক-থা,
আ-শিস পা-ব জী-ব-নে,
ঈ-শ্বর পা-শে আ-ছেন জা-নি—
ক-তই সা-হস পাই ম-নে।
২. অ-নু-গ-ত থা-কি ভাই-দের,
বু-ঝি তা-দের য-ন্ত্র-ণা।
ক-থায় কা-জে আর সা-হা-য্যে
তা-দের ভু-লে যা-ব না।
ক-রি বি-শ্বাস স-কল ভাই-দের,
স-ম্মান দিই যে হৃ-দ-য়ে।
ভা-লো-বে-সে থে-কে পা-শে
যা-ব সব-কি-ছু স-য়ে।
৩. অ-নু-গ-ত থা-কি ভাই-দের,
যা-রা দেয় নি-র্দেশ স-ঠিক।
মে-নে চল-লে ক-থা তা-দের,
জা-নি র-ক্ষা পা-ব ঠিক।
আ-শী-র্বাদ-ও পাই যি-হো-বার—
শ-ক্তি দেন যে স-র্ব-ক্ষণ।
অ-নু-গ-ত থা-কি য-খন,
হই যি-হো-বার আ-পন-জন।
(আরও দেখুন গীত. ১৪৯:১; ১ তীম. ২:৮; ইব্রীয় ১৩:১৭.)