গান ১৪০
জীবন অন্তহীন!
১. দে-খ কী ভ-রে দু-চোখ?
ভু-লে গি-য়ে-ছ সব শোক।
নেই যে ক-ষ্ট, আজ স্প-ষ্ট।
আ-ন-ন্দে তাই, সব লোক।
(কোরাস)
আ-ন-ন্দে গাও এই গান!
সে-বা-তে দাও এই প্রাণ।
স-বাই সে-দিন যে স্বা-ধীন,
আর জী-বন অ-ন্ত-হীন।
২. দুঃ-খ নেই বাড়-লে ব-য়স,
থাক-বে না কো-নো আপ-শোস।
নেই বা-ধা ভয় সেই স-ময়,
জী-বন আ-ন-ন্দ-ময়।
(কোরাস)
আ-ন-ন্দে গাও এই গান!
সে-বা-তে দাও এই প্রাণ।
স-বাই সে-দিন যে স্বা-ধীন,
আর জী-বন অ-ন্ত-হীন।
৩. প-রম-দেশ কী চ-মৎ-কার!
বু-জে চোখ দে-খি বার বার।
স-ন্ধ্যা স-কাল, চি-র-কাল
গান গাই তাঁর প্র-শং-সার।
(কোরাস)
আ-ন-ন্দে গাও এই গান!
সে-বা-তে দাও এই প্রাণ।
স-বাই সে-দিন যে স্বা-ধীন,
আর জী-বন অ-ন্ত-হীন।
(আরও দেখুন ইয়োব ৩৩:২৫; গীত. ৭২:৭; প্রকা. ২১:৪.)